নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ২৫/০৯/২০২৫ইং তারিখ রোজ শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স রুম, তোপখানা রোডস্থ ঢাকায় আইনজীবি সাংবাদিক ঐক্য পরিষদ এর আয়োজনে “সংবিধান সংস্কার ও নির্বাচন কমিশন সংস্কার সংক্রান্ত অবাস্তব প্রস্তাবের সংশোধন চাই” বিষয়ে এ্যাডভোকেট মোঃ পি কে আব্দুর রব এর সভাপতিত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে এ্যাডভোকেট পি কে আব্দুর রব বলেন, নাগরিকত্ব, সংবিধানের মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, গণতন্ত্র ও মানবাধিকার, ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা, মৌলিক অধিকার ও স্বাধীনতা, আইন সভা, নিম্ন কক্ষ, উচ্চ কক্ষ, নির্বাচন কমিশন সংস্কার সম্পর্কে বক্তব্য রাখেন।
এবং তিনি আরও বলেন, আমরা অতীতের ৩টি নির্বাচন অনুষ্ঠান প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। ভোট চুরি/ ভোট ডাকাতির সাথে জেলা রির্টারনিং অফিসার সহকারী রির্টারনিং অফিসার, পুলিশ প্রশাসন এবং দলীয় লাঠিয়াল বাহিনী সক্রিয় ছিল। আমরা লক্ষ্য করেছি শুধুমাত্র ব্যক্তি বদল করে সেই একই পদ্ধত্তিতে আশু নির্বাচন পরিচালনার প্রস্তুতি চলছে। ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচন সেই বার্তা দিয়েছে। সেই কারণে আমাদের প্রস্তাব নির্বাচন অনুষ্ঠান প্রক্রিয়া থেকে জেলা প্রশাসক কে সরিয়ে, জেলা জজ কে রির্টারনিং অফিসারের দায়িত্ব দেওয়া হোক এবং সহকারী রির্টারনিং অফিসারের দায়িত্ব থেকে টি এন ও কে সরিয়ে একজন সিনিয়র সহকারী জজ কে সহকারী রির্টারনিং অফিসারের দায়িত্ব দেওয়া হোক ।
একইভাবে ভোট কেন্দ্রের ৫০ গজের ভিতরে শান্তিপূর্ন ভোট গ্রহণ অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টিকারী কিংবা বলপ্রয়োগকারী কে গ্রেফতার করা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সকল ভোট গ্রহণ কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে ভোটের দিন, ভোটের আগের দিন এবং ভোটের পরের দিন মোট ৯৬ ঘন্টার জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হোক । নচেৎ যেই লাউ সেই কদু অবস্থা থেকে যাবে বলে আমরা শঙ্কা প্রকাশ করছি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইনজীবি সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. কে এম খায়রুল কবীর, সহ-সভাপতি অ্যাড. দুলাল মিত্র, এটিএম আসাদুজ্জামান আসদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মাসুম আহমেদ, সাংগঠনিক সম্পাদক অশীত চক্রবর্তী, কোষাধ্যক্ষ অ্যাড. মোফাজ্জল হোসেন, কার্যকরী সদস্য মোহাম্মদ আলী, অ্যাড. ফজলুল হকসহ প্রমূখ।

