ADVERTISEMENT
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result
ADVERTISEMENT

ভয়- ভোগান্তি, দেশজুড়ে সতর্কতা

admin by admin
November 13, 2025
in আইন ও আদালত
0
ভয়- ভোগান্তি, দেশজুড়ে সতর্কতা
ADVERTISEMENT

RelatedPosts

শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হবে ১৭ নভেম্বর

অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের

ঢাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আজ বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী, অভিভাবক ও পরিবহন-সংশ্লিষ্টদের মধ্যে ভীতি তৈরি হয়েছে। সহিংসতা ও নাশকতার শঙ্কায় অনেকে রয়েছেন উৎকণ্ঠায়।

এর মধ্যে রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল আজ অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্য দিনের চেয়ে গতকাল বুধবার ঢাকার বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম দেখা যায়। মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতকাল সকাল থেকে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নৈরাজ্য ও সংঘাত এড়াতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিযান জোরদার করা হয়েছে। আবাসিক হোটেলে গিয়ে রেজিস্টার খাতা দেখে কারা সেখানে অবস্থান করছেন, তা খুঁজে দেখছে পুলিশ।

এ পরিস্থিতিতে গতকাল ৬৪ জেলার পুলিশ সুপারকে নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেছে পুলিশ সদরদপ্তর। সেখান থেকে এসপিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গত তিন দিনে ১৭টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যাদের বাস পুড়েছে, তারা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। রাজনীতির সঙ্গে যুক্ত না হয়েও কেন তাদের জীবিকার মাধ্যম পরিবহনকে টার্গেট করা হয়েছে– এ প্রশ্ন তুলেছেন তারা।

আজ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি থাকলেও সারাদেশে গণপরিবহন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে শ্রমিকদের সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে আজ। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় এটিই প্রথম মামলা। এই মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসামির মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (রাজসাক্ষী)।

৬৪ জেলার এসপির সঙ্গে বৈঠক
পুলিশ সদরদপ্তরের আয়োজনে গতকাল ৬৪ জেলার পুলিশ সুপারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠক থেকে বলা হয়, কার্যকর চেকপোস্ট ও টহল জোরদার করতে হবে। আগুন সন্ত্রাসের বিষয়ে সতর্ক করতে হবে পরিবহন শ্রমিক ও মালিকদের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও যানবাহনের বাড়তি নিরাপত্তায় সজাগ থাকবেন। কেপিআইভুক্ত স্থাপনায় নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। অভিযান ও তল্লাশির নামে যাতে সাধারণ মানুষ হয়রানির মুখে না পড়ে, সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। টার্গেট কিলিংয়ের ঘটনা যাতে না ঘটে, এ ব্যাপারে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছে।

গতকাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, যারা ভীতি সৃষ্টির চেষ্টা করছে বা অস্থিতিশীলতা তৈরি করছে, তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়ার আগে তার পরিচয় নিশ্চিত করুন। কোনো যানবাহন অরক্ষিত রাখবেন না।
তিনি আরও বলেন, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে রয়েছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বড় ধরনের নাশকতার শঙ্কা নেই।

ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সমকালকে বলেন, নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকার প্রবেশ এলাকা হিসেবে আশুলিয়া, কেরানীগঞ্জ, সাভারে ১১৫টি চেকপোস্ট বসানো হয়েছে। ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৮৮ সদস্যকে।

হোটেলে হোটেলে খোঁজ
রাজধানীতে গতকাল বিশেষ চেকপোস্ট, টহল ও অভিযান চালিয়েছে পুলিশ। বিভিন্ন সড়কে বসানো চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও গাড়ি তল্লাশি করা হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা আবাসিক হোটেল, মেস, হোস্টেলে অবস্থান করতে পারে– এমন সন্দেহে এসব জায়গায় মঙ্গলবার রাত ও গতকাল দিনেও অভিযান চালানো হয়েছে। গতকাল ঢাকার অন্তত ১০টি আবাসিক হোটেল-সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয় সমকালের।

তারা জানান, সোমবার রাত থেকেই পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন হোটেলে গিয়ে অতিথি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। অতিথিরা কোন জেলা থেকে কী কারণে ঢাকায় এসে হোটেলে উঠেছেন– এসব বিষয়ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহজনক কিছু মনে হলে কক্ষে গিয়ে অতিথির কাছেও জিজ্ঞেস করা হচ্ছে।

তোপখানা রোডের হোটেল নিউইয়র্কের রিসিপশন ম্যানেজার আয়েশা আশরাফ সমকালকে বলনে, কয়েকবার পুলিশ এসেছে। অতিথির নাম-পরিচয় লেখা রেজিস্টার খাতা দেখেছে। অতিথি সম্পর্কে জানতে চেয়েছে। কোনো কক্ষে গিয়ে তল্লাশি করা হয়নি।

তোপখানা রোডের হোটেল ডিলাক্সের ম্যানেজার কামাল হোসেন জানান, তিন দিন ধরে পুলিশ ও গোয়েন্দা বিভাগের লোকজন গিয়ে তাদের কাছে অতিথির বিষয়ে খোঁজ নিয়েছে। রেজিস্টার খাতার ছবি তুলে নেওয়ার পাশাপাশি আওয়ামী লীগের লোকজন হোটেলে এলে থানায় খবর দিতে বলা হয়েছে।

ADVERTISEMENT

মগবাজারের সুইট স্লিপ হোটেলের সহকারী ম্যানেজার আরজ আলী জানান, রাতে ও দিনে পুলিশ আসছে। একই জেলার দুজনের বেশি অতিথি থাকলে তাদের বিষয়ে খোঁজ নেয়।

চেকপোস্ট ও টহল
রাজধানীর গুরুত্বপূর্ণ ৮৩ স্থানে সার্বক্ষণিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ ছাড়া তাৎক্ষণিক সড়কের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাতেও দেখা যায়। সাড়ে ৬০০-এর বেশি টহল দল রাজধানীর সড়কে ঘুরছে।

এদিকে, রাজধানী ও আশপাশের এলাকায় র‍্যাব ৪৪টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। তাদের ৭০টি টহল দল রয়েছে। এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি করা হয়। এ ছাড়া ঢাকা ও আশপাশের এলাকায় বিজিবিকে টহল দিতে দেখা যায়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, ঢাকাসহ সারাদেশে র‍্যাবের সব ব্যাটালিয়নকে মাঠে থাকার নির্দেশনা দেওয়া আছে।

ঢাকা মহানগর পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় গোয়েন্দা পুলিশের ওয়ারী, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরা ও সাইবার ক্রাইম বিভাগের টিমগুলো এসব অভিযান চালায়।
মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে দুটি ককটেলসহ মো. আবদুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ডিএমপি বলছে, গতকাল যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে আইয়ুব খান ঝটিকা মিছিলের অর্থ জোগানদাতা এবং লোক সরবরাহকারী হিসেবে কাজ করত।

কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস অনলাইনে, কিছু বন্ধ
উদ্বেগজনক পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে আজ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংরেজি মাধ্যম স্কুল অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ কেউ পরীক্ষাও স্থগিত করেছে। তবে বেশ কিছু প্রতিষ্ঠান লিখিত নোটিশে কারণ হিসেবে শুধু ‘অনিবার্য কারণ’ উল্লেখ করেছে। গতকালও কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস অনলাইনে হয়েছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি জরুরি নোটিশে জানিয়েছে, এই দুই দিন সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শাটল ও রুট বাস সার্ভিস বন্ধ থাকবে। তবে প্রশাসনিক দপ্তর খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

এ ছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ইস্টার্ন ইউনিভার্সিটি এবং সোনারগাঁও ইউনিভার্সিটি একই সিদ্ধান্ত নিয়েছে।

প্রথমে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিলেও পরে সমালোচনার মুখে বুধবার দুপুরের পর তা প্রত্যাহার করে নেয়। দুপুরে নতুন বিজ্ঞপ্তিতে তারা জানায়, বৃহস্পতিবার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী সশরীরে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা এস এম মহিউদ্দিন বলেন, অনিবার্য কারণে বুধ ও বৃহস্পতিবার আমাদের সব সশরীরের ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এ সময় অনলাইনে ক্লাস চলবে।

শেওড়াপাড়ার ইস্ট-ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ গতকাল প্রাথমিক শাখার অভিভাবকদের এক নোটিশে জানিয়েছে, ‘অপ্রত্যাশিত পরিস্থিতির আশঙ্কায়’ বৃহস্পতিবার কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না। একই প্রতিষ্ঠান মাধ্যমিক ও কলেজ শাখার অভিভাবকদের নোটিশ দিয়ে জানিয়েছে, আজ এ দুই শাখার ক্লাস অনলাইনে নেওয়া হবে।

একইভাবে হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজও অনলাইনে ক্লাস নেওয়া হবে। ওয়াইডব্লিউসিএ স্কুল আজ বন্ধ ঘোষণা করা হয়েছে। মোহাম্মদপুরের সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ও আজ অনলাইনে ক্লাস নেবে বলে জানিয়েছে। নিউ ইস্কাটনের এজি চার্চ স্কুল নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বৃহস্পতিবার স্কুল বন্ধ ঘোষণা করেছে। ইংরেজি মাধ্যম সানিডেইল ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল আজ অনলাইনে ক্লাস নেবে।

শিক্ষার্থীদের ক্ষোভ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে হঠাৎ অনলাইন ক্লাসের সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, যারা আন্দোলন করে শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের দেশছাড়া করেছে, এখন তাদের বিদেশে পালিয়ে থাকা নেতাদের ভয়ে ঘরে বসে ক্লাস করতে হবে– এটা হাস্যকর।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী ও ছাত্রশিবিরের বেসরকারি বিশ্ববিদ্যালয় পশ্চিম শাখার সভাপতি রেজাউল করিম বলেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে তাদের লোকজন ট্রাস্টি বোর্ড দখল করেছিল। এখন সেই প্রভাবেই বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের ঘরে আটকে রাখার চেষ্টা করছে। তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নাশকতা ঠেকাতে আমরা আজ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেব।

ইউজিসির সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন ক্লাসের বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি।

ক্ষতিপূরণ দেবে কে?
গাবতলী লিংক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুবেল মিয়া গতকাল সন্ধ্যায় বলেন, রাজনৈতিক কর্মসূচির সময় রাস্তায় বাস ছেড়ে সার্বক্ষণিক দুশ্চিন্তায় থাকতে হয়। রাতে ডিপোতে পার্ক করে রেখেও ঘুম নেই গেল দুদিন। বাসে আগুন ধরিয়ে দেওয়ার আতঙ্কে নিরাপত্তাকর্মীর পাশাপাশি রাতে আমরাও দুদিন ডিপোতে থাকছি। এই ব্যানারে ৭০টি বাস ঢাকা শহরে চলাচল করে জানিয়ে তিনি বলেন, আমার মালিকানায় সাতটি বাস রয়েছে। এ ছাড়া আরও আটটি বাস তিনি চুক্তিতে নিয়েছেন।

গাবতলী লিংকের সভাপতি বোরহান উদ্দিন বলেন, গত দুই-তিন দিনে বাসে অগ্নিসংযোগের ঘটনায় আমরা আতঙ্কিত। সরকারের পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণ পায় না মালিকপক্ষ।

মিরপুর মাজার রোড এলাকার বাসিন্দা ট্রাক মালিক আবদুল লতিফ জানান, কর্মসূচি ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় পণ্য পরিবহন কমে গেছে। এ কারণে গত দুদিন ট্রাক ভাড়া পাওয়া যাচ্ছে না।

সোমবার গভীর রাতে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় রাস্তার পাশে পার্ক করে রাখা রাইদা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। বাসটির মালিক আরিফুল ইসলাম শান্ত বলেন, আমি ব্যবসা করে খাই। রাজনীতি করি না। তবে রাজনীতির রেষারেষির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। রাজনৈতিক ফায়দা লুটতে মালিকানা বাস কেন পোড়ানো হবে? আমার গাড়িটি পুড়ে ১৭ লাখ টাকা ক্ষতি হয়েছে। আমার ক্ষতিপূরণ দেবে কে?

প্রাইভেটকারের চালক আবদুস সালাম বলেন, রাস্তায় নামলেই এখন ভয়ে থাকি, কখন কী হয়। জীবিকার জন্য গাড়ি না চালানোরও উপায় নেই।

উদ্বেগ-বিবৃতি
দেশের বিভিন্ন স্থানে একের পর এক সহিংস ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনগণের নিরাপত্তাহীনতায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে বাসদ (মার্কসবাদী)। উদ্ভূত পরিস্থিতিতে জনগণের জানমালের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে দলটি।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

মুন্সীগঞ্জে ট্রাকে অগ্নিসংযোগ

Next Post

জবির ভর্তি পরীক্ষা এবার এমসিকিউ পদ্ধতিতে, নেগেটিভ মার্ক বাতিল

Next Post
জবির ভর্তি পরীক্ষা এবার এমসিকিউ পদ্ধতিতে, নেগেটিভ মার্ক বাতিল

জবির ভর্তি পরীক্ষা এবার এমসিকিউ পদ্ধতিতে, নেগেটিভ মার্ক বাতিল

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.