নিজস্ব প্রতিনিধিঃ জুলাই সনদ বাস্তবায়নে গণভোটই সমাধান শীর্ষক আলোচনা সভা গতকাল বিকাল ৪টায় জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের উদ্যোগে রাজধানীর মালিবাগে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি- বিএলডিপির চেয়ারম্যান এম. নাজিম উদ্দিন আল আজাদ। জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারে গণভোটই সমস্যার সমাধান হতে পারে বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, গত ১৭ সেপ্টেম্বর ২০২৫ জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদের আইনী ভিত্তির জন্য গণভোটই সমাধান। এছাড়া সংবিধান বিশেষজ্ঞগণ সংবিধান আদেশের মাধ্যমে জুলই সনদ ও সংবিধান সংশোধনের প্রস্তাব করেন।
তিনি আরও বলেন, গণভোটের পক্ষে আমাদের দাবীর কথা ২০২৪ সালের ২৬ ডিসেম্বর “বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায়” সরকারের আস্থা যাচাইয়ে গণভোট সময়ের দাবী শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। যা আজ ড. অধ্যাপক আলী রিয়াজের কথার সাথে পূর্বেই সহমত পোষণ করি। বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-বিএনডিপি চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়ন-এনডিইউ জোটের আহ্বায়ক প্রফেসর ড. আসলাম আল-মেহেদী, বাংলাদেশ জনতা পার্টির চেয়ারম্যান এস এম মোস্তাফিজুর রহমান (মোস্তাক সরকার), জাতীয় সংস্কার জোটের চেয়ারম্যান মেজর (অব.) আমিন আফসারী, সিটিজেন পার্টির উপদেষ্টা অধ্যাপক ড. শামসুদ্দিন আহম্মেদ, বিজিএফ চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, বিএলডিপি’র মহাসচিব মনিরুজ্জামান স্বাধীন, মোহাম্মদ আব্দুল আহাদ নূর, প্রফেসর এ আর খান, মিজানুর রহমান মিজু প্রমুখ।
প্রধান অতিথি দৃঢ়তার সাথে বলেন, নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনী ভিত্তি ও সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করতে হবে।

