রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরো ইউক্রেনীয় ভূমি দাবি করেছেন। তবে জেলেনস্কি এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন দিয়েছিলেন। ট্রাম্প জানিয়েছেন, পুতিন তাকে বলেছেন কিয়েভ যদি পুরো ডোনেতস্ক ছেড়ে দেয় তবে যুদ্ধ স্থগিত করবেন।
বিষয়টির সাথে পরিচিত একটি সূত্র জানিয়েছে, জেলেনস্কি এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
রাশিয়া ইতিমধ্যেই ইউক্রেনের এক পঞ্চমাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে ডোনেতস্ক প্রদেশের প্রায় তিন-চতুর্থাংশও রয়েছে।
ট্রাম্প আরো জানিয়েছেন, তিনি পুতিনের সাথে একমত যে ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা যে পূর্ববর্তী যুদ্ধবিরতি দাবি করেছিল তা ছাড়াই একটি শান্তি চুক্তি করা উচিত।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে করা একটি পোস্টে বলেছেন, “সবার মাধ্যমে নির্ধারিত হয়েছিল যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধ শেষ করার সর্বোত্তম উপায় হল সরাসরি একটি শান্তি চুক্তিতে যাওয়া, যা যুদ্ধের অবসান ঘটাবে এবং একটি যুদ্ধবিরতি চুক্তি নয়, যা প্রায়শই টিকে থাকে না।”
জেলেনস্কি বলেছেন, যুদ্ধ থামাতে রাশিয়ার অনিচ্ছা দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে জটিল করে তুলবে। ‘হত্যাকাণ্ড বন্ধ করা যুদ্ধ বন্ধের একটি মূল উপাদান।’তবুও, জেলেনস্কি জানিয়েছেন, তিনি সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সাথে দেখা করবেন।
রুপসীবাংলা৭১/এআর