শাহ কামাল সবুজঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি স্থান থেকে নারী ও পুরুষের দুটি মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা গেছে বুধবার সকাল ৯ টার দিকে এ মরদেহ দুটি ভিন্ন ভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়।মৃতদের মধ্যে একজনের নাম সাবিনা আক্তার লাকি (৩৫), তিনি ঢাকার গুপিবাগ এলাকার রুবেল মিয়ার স্ত্রী, এবং মৃত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ সূত্র জানায়, নিরব নামের এক ব্যক্তি ৩ বছর পূর্বে সিদ্ধিরগঞ্জ থানাধীন সিএনবি কলোনীতে উচ্চমান সহকারী আবু তাহের সরকারের বাড়িতে বাসা ভাড়া নেন।
মৃত লাকী প্রায় সময় নিরবের বাসায় যাতায়াত করতো, চারদিন পূর্বে লাকির স্বামীর সাথে ঝগড়া করে কাউকে না জানিয়ে তিন মেয়ে নিয়ে নিরবের সিদ্ধিরগঞ্জের বাসায় উঠেন।
ধারণা করা হচ্ছে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকালের মধ্যে যেকোনো সময় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
নিহত লাকীর স্বামী রুবেল জানান, চারদিন পূর্বে রাতের বেলায় বড় মেয়ে সুফিয়াকে ঘুম পাড়ানোর সময় লাকির সাথে সামান্য কথা-কাটাকাটি হয়। ভোর বেলায় কাউকে না জানিয়ে আমার তিন মেয়েকে নিয়ে চলে যায় লাকি, আজ সকালে পুলিশের ফোন পেয়ে এখানে এসে তার লাশ দেখতে পান। তাদের সংসারে তিনটি মেয়ে ও একটি ছেলে রয়েছে, সুফিয়া (১০), সাফা (৯), জান্নাত (৬) ও ছেলে মোঃ আমির হামজা (১৭)।
মৃত লাকি আক্তারের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করতে গিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, মৃত নারীর স্বামীর নাম রুবেল মিয়া।
তিনি নিজ স্বামীর পরিবর্তে নিরব নামের অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলো এবং আমরা নিরবের বাসা থেকেই তার মরদেহটি উদ্ধার করেছি। এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের নিকট জানতে চাইলে তিনি বলেন, গৃহবধূ লাকি আক্তার নিজের স্বামীর বাসা রেখে নিরব নামক অন্য এক ব্যক্তির বাসায় ছিল।
প্রতিবেশীরা জানিয়েছেন এই নারী দীর্ঘদিন ধরে নিরবের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে ছিলো এমনকি নিজের স্বামীর বাসা রেখে ঐ বাসায় প্রায়ই যাতায়াত করতো। যার ধারাবাহিকতায় গতকাল রাতেও সে নিরবের বাসাতেই ছিলো এবং মরদেহটি নিরবের বাসা থেকেই উদ্ধার করা হয়েছে। তবে নিরবের বাসা থেকে মরদেহ পাওয়া গেলেও নিরব এখন পর্যন্ত পলাতক রয়েছে।
অন্যদিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ১ নং ওয়ার্ড ডিএনডি খাল থেকে যে মরদেহটি উদ্ধার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় পাওয়া যায়নি, তবে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।