রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি আলো ছড়াতে না পারলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত মুখ ইংলিশ পেসার টাইমাল মিলস। এবার ক্রিকেট মাঠের বাইরের এক সিদ্ধান্তে শিরোনামে উঠে এলেন তিনি। নাম লিখিয়েছেন জনপ্রিয় প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট ‘অনলি ফ্যানস’-এ।
তবে মিলস জানালেন, তার উদ্দেশ্য একেবারেই ভিন্ন। কোনো প্রাপ্তবয়স্ক ছবি বা ভিডিও নয়, তিনি এই প্ল্যাটফর্মে শেয়ার করবেন শুধুমাত্র ক্রিকেট সংশ্লিষ্ট কনটেন্ট এবং নিজের দৈনন্দিন জীবনের কিছু মুহূর্ত।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে মিলস বলেন, ‘আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, এখানে কোনো প্রাপ্তবয়স্ক ছবি বা ভিডিও থাকবে না। শুধুই ক্রিকেট ও লাইফস্টাইল সম্পর্কিত কনটেন্ট দেব। আগে কখনো এমন কিছু করিনি, তাই দারুণ উচ্ছ্বসিত।’
তিনি আরও বলেন, ‘জানি বেশিরভাগ মানুষ এই সাইট ব্যবহার করেন একেবারে ভিন্ন কারণে। অনেকেই এখানে প্রাপ্তবয়স্ক কনটেন্ট দিয়ে নজর কাড়ার চেষ্টা করেন। কিন্তু আমি কখনোই সেটা করব না।’
বাঁহাতি এই পেসার ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত খেলেছেন কেবল টি-টোয়েন্টি ক্রিকেট। ২০১৬ সালে অভিষেক হলেও আন্তর্জাতিক পর্যায়ে খুব বেশি সুযোগ পাননি। মোটে ১৬টি টি-টোয়েন্টিতে অংশ নিয়ে ১৪টি উইকেট শিকার করেছেন।
তবে ফ্র্যাঞ্চাইজি লিগে মিলস বেশ পরিচিত মুখ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশসহ নানা দেশের লিগে খেলেছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংসের হয়ে মাঠ মাতিয়েছেন এই ইংলিশ পেসার।
রুপসীবাংলা৭১/এআর