রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর। তার আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
সোমবার বিসিবি এক বার্তায় জানিয়েছে, ৩০ আগস্ট সিরিজ শুরু হবে। তিন ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবির দেওয়া সূচি অনুযায়ী, ২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল। তিনদিন পর খেলবে প্রথম ম্যাচ। সিরিজের পরের দুই ম্যাচ যথাক্রমে ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে। দুই বোর্ড ই-মেইলের মাধ্যমে আলোচনা করে এমন সিদ্ধান্তে পৌঁছেছে।
সোমবার বিসিবি এক বার্তায় এশিয়া কাপের ট্রেনিং ক্যাম্পের প্রাথমিক দল ও সময় ঘোষণা করেছে। ৬ আগস্ট থেকে ২৫ জন ক্রিকেটার নিয়ে মিরপুর স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্প হবে। ১৫ আগস্ট হবে অনুশীলন ক্যাম্প। ২০ আগস্ট দলের সদস্যরা সিলেট যাবেন। সেখানে বাকি ক্যাম্প সম্পন্ন করে সিরিজে ডাক পাওয়া ক্রিকেটাররা ম্যাচ খেলবেন।
এশিয়া কাপের প্রাথমিক দল: লিটন দাস, তানজিদ তামিম, নাঈম শেখ (এ দল), সৌম্য সরকার, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী মিরাজ, শামীম হোসেন, নাজমুল শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদি, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ (এ দল), তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফউদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান (এ দল), মাহিদুল অঙ্কন (এ দল), সাইফ হাসান (এ দল)।
রুপসীবাংলা৭১/এআর