রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : ৩৯ বছর বয়সেও জাদু দেখাতে জানেন মার্তা। অতিরিক্ত সময়ে নেমেই জোড়া গোল, এরপর টাইব্রেকারে দলকে এনে দিলেন দুর্দান্ত জয়। নাটকীয় এক ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা ফেমিনিনার শিরোপা ধরে রাখল ব্রাজিল নারী দল।
শনিবার ইকুয়েডরের রদ্রিগো পাজ ডেলগাদো স্টেডিয়ামে জমজমাট ফাইনালে তিনবার পিছিয়ে পড়ে ম্যাচে ফেরে ব্রাজিল। নির্ধারিত সময়ে ৩-৩ সমতা, অতিরিক্ত সময় শেষে স্কোরলাইন দাঁড়ায় ৪-৪। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জেতে সাম্বা মেয়েরা।
৮২ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মার্তা। যোগ করা সময়ে দারুণ এক গোল করে ম্যাচে সমতা ফেরান, অতিরিক্ত সময়ে আরও একবার জাল খুঁজে এনে দেন ৪-৩ গোলের লিড। তবে ১১৫ মিনিটে লেইসি সান্তোসের গোলে আবারও সমতায় ফেরে কলম্বিয়া। শেষে টাইব্রেকারেও বাজিমাত ব্রাজিলের। গোলরক্ষক লোরেনা দা সিলভা ঠেকান দুইটি শট, দলকে জেতান কোপার টানা পঞ্চম ও মোট নবম শিরোপা।
এই ম্যাচ শেষে জাতীয় দলের জার্সিতে মার্তার গোলসংখ্যা এখন ১২২, ম্যাচ ২০৬। ৬টি বিশ্বকাপ ও অলিম্পিক খেলা এই কিংবদন্তি শেষ বয়সেও যেন ফুটবলারদের এক অনুপ্রেরণার নাম। ব্রাজিলের অন্য গোলগুলো করেন অ্যাঞ্জেলিনা আলোনসো (৪৫ মিনিট) ও আমান্ডা গুতিয়েরেস (৮০ মিনিট)। ছয় গোল করে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন গুতিয়েরেস ও প্যারাগুয়ের ক্লাউডিয়া মার্টিনেজ।
এই জয়ে দক্ষিণ আমেরিকার নারী ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও মজবুত করল ব্রাজিল। কোপার ৯ আসরের ৮টিই জিতেছে তারা। ২০০৭ বিশ্বকাপে রানার্স-আপ হওয়াই আন্তর্জাতিক আসরে তাদের বড় সাফল্য, অলিম্পিক ফাইনালেও খেলেছে তিনবার।
রুপসীবাংলা৭১/এআর