রুপসীবাংলা৭১ প্রতিবেদক : ছারছীনা দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার রাতে ছারছীনা দরবার শরীফের ঢাকাস্থ বনানী খানকায় নেছারিয়া ছালেহিয়ায় ছারছীনা দরবার শরীফে যান সালাহউদ্দিন। সেখান থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমান বেশ কয়েকবার ছারছীনা দরবার শরীফের পীর সাহেবের সঙ্গে দেখা করেছেন ও দোয়া নিয়েছেন। এখানে কোনো রাজনীতি নেই। আমিও হুজুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি ও দোয়া নিতে এসেছি, এতটুকুই।
বিএনপির সূত্র জানায়, চলমান পরিস্থিতিতে নানা বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছে বিএনপি। এর আগে কয়েকটি ইসলামিক দলের সঙ্গে বৈঠক করেছে দলটি। সে ধারাবাহিকতায় ছারছীনা দরবার শরীফের পীর সাহেবর সঙ্গে মঙ্গলবার রাতে বৈঠক করেন সালাহউদ্দিন আহমদ।
রুপসীবাংলা৭১/এআর