রুপসীবাংলা৭১ প্রতিবেদক : বগুড়ার ধুনট উপজেলায় রান্না করার সময় ঘরে ঢুকে বাক প্রতিবন্ধী এক নারীকে (৩৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আলম হাসান (৪৫) নামে এক সবজি ব্যবসায়ীর বিরুদ্ধে।
এ ঘটনায় শনিবার (২৬ জুলাই) বিকেল ৪টায় ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী বাদি হয়ে ব্যবসায়ী আলম হাসানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আলম হাসান উপজেলার মথুরাপুর ইউনিয়নের রামবল্লভপুর খাদুলী গ্রামের নায়েব আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রামবল্লভপুর খাদুলী গ্রামের এক অটোভ্যান চালক প্রায় ৭ বছর আগে বাক প্রতিবন্ধী নারীকে বিয়ে করে।
এক সন্তানের জননী ওই নারীকে বাড়িতে রেখে তার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করে। এ সুযোগে ব্যবসায়ী আলম হাসান ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরে টাকার লোভ দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছে। কিন্তু আলম হাসানের কুপ্রস্তাবে রাজী হয়নি প্রতিবন্ধী ওই নারী।
এ অবস্থায় ১৫ দিন আগে মেয়েটির স্বামী ঢাকা থেকে বাড়িতে ফিরে এসেছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় প্রতিবন্ধী ওই নারীর স্বামী পার্শ্ববর্তী তালতলা বাজারে চা পান করতে যায়। এ সময় ওই নারী ঘরে রান্নার কাজ করছিল। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে আলম হাসান রান্না ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা করে। তখন ওই নারী কৌশলে আলম হাসানের হাত থেকে ছুটে গিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়।
ধুনট থানার ডিউটি অফিসার এসআই আমিনা খাতুন বলেন, বাক প্রতিবন্ধী এক নারীকে ধার্ষণচেষ্টার অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
রুপসীবাংলা৭১/এআর