নিজস্ব প্রতিবেদক: ১৭ জুলাই বৃহস্পতিবার ২০২৫ মাদরাসার ছাত্রদের জ্ঞান বিজ্ঞান পরিপূর্ণ আলেম হিসেবে জ্ঞান অর্জন করার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা হাফিজ নাজির মাহমুদ।
নিউ টাউন এলাকার সভাপতি মাওলানা নেছার আহমদের সভাপতিত্বে এক জ্ঞান গর্ব আলোচনা সভা, জিকির, দোয়া মাহফিল হাদিউস সুন্নাহ ছালেহীয়া মাদরাসায় এলাকার গন্যমান্যদের উপস্থিতিতে হাফিজ মাওলানা ফরিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা, প্রাথমিক বিদ্যালয় ধর্ম শিক্ষক নিয়োগ, হাফেজদেরকে পরিপূর্ণ যোগ্যতা সম্পন্ন হিসেবে হাফিজ শেষে যোগ্য আলেম হিসেবে গড়ে তোলার আহবান জানান ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ড. হামিদ মাওলানা রুহুল আমিন।
আলোচনা করেন ড. মাওলানা শাখাওয়াত হোসাইন, উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান, ড. মিজানুর রহমান আছলামী সহ আরো অনেকে। সভায় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক মোতাছিম বিল্লাহ, আবু জাফর, হাফেজ মাওলানা নেছার উদ্দিন, অধ্যক্ষ আবদুল আজিজ সহ অনেক গন্যমান্য ব্যক্তি বর্গ। আলোচনা শেষে বাংলাদেশ সহ মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া মুনাজাত করেন প্রফেসর ড. মাওলানা মুহাম্মদ রুহুল আমিন।