রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : الَّذِیۡنَ یُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَ یُؤۡتُوۡنَ الزَّكٰوۃَ وَ هُمۡ بِالۡاٰخِرَۃِ هُمۡ یُوۡقِنُوۡنَ ؕ﴿۴﴾ اُولٰٓئِكَ عَلٰی هُدًی مِّنۡ رَّبِّهِمۡ وَ اُولٰٓئِكَ هُمُ الۡمُفۡ۵﴾
(৪) যারা যথাযথভাবে নামাজ পড়ে, জাকাত দেয় ও পরলোকে নিশ্চিত বিশ্বাস রাখে।
(৫) ওরাই ওদের প্রতিপালক কর্তৃক নির্দেশিত পথে আছে এবং ওরাই সফলকাম।
-(সুরা লোকমান, আয়াত ৪-৫)
সংক্ষিপ্ত ব্যাখ্যা:
সুরাটির ৩ নম্বর আয়াতে সৎকর্মপরায়ণদের পরিচয় তুলে ধরা হয়েছে। এখানে বলা হচ্ছে, নামাজ, জাকাত আদায় এবং আখেরাতের প্রতি বিশ্বাস- এই তিনটিই অতীব গুরুত্বপূর্ণ, তাই বিশেষ করে এইগুলোকে (পরহেযগার ও সৎকর্মপরায়ণদের কর্মরূপে) উল্লেখ করা হয়েছে।
নচেৎ তাঁরা তো আসলে সব ফরজ ও সুন্নত বরং মুস্তাহাব কাজগুলোকেও যথাযথভাবে মেনে চলেন।
আর সফলকাম হওয়ার অর্থ, আল্লাহর সন্তুষ্টি এবং তাঁর রহমত ও ক্ষমা লাভ। এর সঙ্গে যদি দুনিয়াতেও সুখ-স্বাচ্ছন্দ্য ও সফলতা লাভ হয়ে যায়, তাহলে তো ‘সুবহানাল্লাহ’ (বিরাট সৌভাগ্য)। নচেৎ আখেরাতের সফলতাই হলো প্রকৃত সফলতা।
উৎস : তাফসিরে আহসানুল বয়ান
রুপসীবাংলা৭১/এআর