রুপসীবাংলা৭১ প্রতিবেদক : পদ্মা নদীর বালুমহালে বিবদমান দুই গ্রুপের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মাঠে ঘাস কাটতে গিয়ে সোহানুর রহমান সোহান মোল্লা (২৮) নামের এক রাখাল গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল (শনিবার) বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা নদীর পাবনার ঈশ্বরদীর সাড়া ইসলামপাড়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোহান ঈশ্বরদীর সাড়া ইউনিয়নের মাঝদিয়া চৌধুরীপাড়ার সাহাবুদ্দিন মোল্লার ছেলে।
আহত সোহান জানান, সকালে পদ্মা নদীর চরে ঘাস কাটছিলেন। এই সময় নদীতে গোলাগুলি শুরু হলে তিনি গুলিবিদ্ধ হন।
জানা যায়, বালু উত্তোলন নিয়ে টনির পক্ষের লোকজন ও শহিদুল ইসলাম মোল্লার লোকজনের মধ্যে মাঝে মধ্যেই সংঘর্ষ গোলাগুলি, হামলা-মামলার ঘটনা ঘটে আসছে।
এসআই মো. সজল ইসলাম জানান, ঘটনার সময় তারা ভেড়ামারার রায়টাঘাট এলাকায় দায়িত্ব পালন করছিলেন।
তখন সুলতান আলী বিশ্বাস টনির বালু মহালে গোলাগুলি হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এলে দুই গ্রুপই পালিয়ে যায়।
বালু উত্তোলনকারী সুলতান আলী বিশ্বাস টনি জানান, তিনি শুনেছেন তার বালুমহালে হামলা চালিয়ে গুলিবর্ষণ করা হয়েছে। নৌকাগুলো তাড়িয়ে দেয়া হয়েছে। একজন রাখাল গুলিবিদ্ধ হয়েছেন।
তিনি আরো জানান, ২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের সময় তিনি বিআইডব্লিউটিএ থেকে প্রতি ঘনফুট বালু এক টাকা ৭৫ পয়সা দরে নদীর তলদেশ থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের অনুমতি লাভ করেন। কিন্তু সেই সময় নানা জটিলতায় তিনি বালু উত্তোলন করতে পারেননি। এ কারণে তিনি ২০১৪ সালে হাইকোর্টে রিট করেন। ২০২২ সালে হাইকোর্ট তার পক্ষে ডিগ্রি প্রদান করেন। এর ছয় মাস পর আদালত থেকে কাগজপত্র উত্তোলন করে বালু উত্তোলনের জন্য সহযোগিতা করার জন্য জেলা প্রশাসক কুষ্টিয়া ও পাবনা বরাবর আবেদন করেন।
সেই আবেদনের প্রেক্ষাপটে ৫ আগস্টের পর পাবনার বর্তমান জেলা প্রশাসক তাকে বালু উত্তোলনে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এর পর থেকেই তিনি বালু উত্তোলন করছেন। তবে সুলতান আলী বিশ্বাস টনিকে বালু উত্তোলন বিষয় অনুমতি দেওয়া হয়েছে এমন তথ্য বিআইডাব্লিউটির কোনো কর্মকর্তাই দিতে পারেননি।
রুপসীবাংলা৭১/এআর