রুপসীবাংলা৭১ প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে কাঁচা মরিচের বাজার চাঙা থাকায় মহা খুশি চাষিরা। অল্প পরিমাণ জমিতে মরিচ চাষ করে সেই মরিচ বেচে লাখ টাকা ঘরে তুলছেন চাষিরা। বর্তমানে এ বাজারে ২৮০ থেকে ৩২০ টাকা কেজি দরে মরিচ বিক্রি হচ্ছে। দীর্ঘ প্রায় কয়েক বছর পরে এমন দাম পাওয়ায় খুশি তারা।
চাষিরা বলছেন, মরিচগাছ রোপণের সময় অতিগরম, এরপর অতিবৃষ্টি- যার কারণে অধিকাংশ মরিচগাছই মরে গেছে। তুলনামূলক মরিচ উৎপাদন না হওয়ায় মূলত এমন বাজার। তবে তারা বলছেন, নতুন করে যারা মরিচ রোপণ করেছেন, এ মরিচ বাজারে উঠতে শুরু করলে দাম কমে আসবে।
খোঁজ নিয়ে জানা যায়, চলতি মৌসুমে দুর্গাপুর উপজেলায় প্রায় ৪২০ হেক্টর জমিতে মরিচ রোপণ করা হয়েছে।
রুপসীবাংলা৭১/এআর