রুপসীবাংলা ৭১ঃ এজিবি কলোনীর ১নং ভবণ কল্যান পরিষদের নির্বাচনে মঞ্জুরুল আলম তারেক সভাপতি মোঃ সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত। ৭টি পদের বিপরীতে ১২জন প্রতিদন্দ্বীতায় অংশগ্রহনি করেন।
১২ জুলাই ২০২৫ অনুষ্ঠিত হলো এজিবি কলোনীর ২০ তলা বিশিষ্ট ১ নং ভবন কল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন ২০২৫। সকাল ৯টা থেকে ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে সুন্দর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১নং ভবনে মোট এলোটি ভোটার সংখ্যা ১৫১ তার মধ্যে ভোট প্রদান করেন ১৪৭ টি। যদিও ভোটার সংখ্যা কম তবুও এ নির্বাচন প্রক্রিয়টি একটি আদর্শিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সুসম্পন্ন হয়। প্রতি দুই বছর পর পর অনেক আনন্দ উৎসাহের মধ্য দিয়ে এই নির্বাচন পরিচালিত হয়। নির্বাচন যত ছোটই হোকনা কেন সেটি আদর্শিক এই অর্থে একটি জাতীয় নির্বাচনে যতগুলি ধাপ থাকে তার প্রতিটি ধাপ এই নির্বাচনে প্রতিয়মান এবং প্রতিদন্দীদের মাঝে এক সৌহার্যপুর্ন সম্পর্ক বিদ্যামান।
উক্ত নির্বাচনে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া সুসম্পন্ন করেন। মোঃ আনোয়ার হোসেন প্রধান নির্বাচন কমিশনার ও আলামিন সহকারী নির্বাচন কমিশনার সহ ৭ সদস্য বিশিষ্ট্য নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত। নির্বাচন সুষ্ঠ হয়কিনা দেখার জন্য অন্যন্য ভবণ থেকে ১ জন করে ৭ ভবন থেকে ৭জন প্রতিনিধি পর্যাবেক্ষণের দায়িত্ব পালন করেন। নির্বাচন শৃংখলায় পরিচালনা করার জন্য আইন-শৃংখলা বাহিনী এবং গণমাধ্যম কর্মীর উপস্থিতিও প্রতিয়মান।
উক্ত নির্বাচনে মোট ৭ টি পদের বিপরীতে ১২জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করেন। সাংগঠনিক সম্পাদক ও নির্বাহী সদস্য পদে কোন প্রতিদন্দ্বী না থাকায় বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত হয় বাকী ৫টি পদের বিপরীতে ১০জন প্রার্থী প্রতিদন্দ্বীতা করেন। যারা নির্বাচিত হলেন- সভাপতি-মোঃ মঞ্জুরুল আলম তারেক,প্রাপ্ত ভোট সংখ্যা-৮০,সহ-সভাপতি-মোঃ জয়নাল আবেদীন, প্রাপ্ত ভোট সংখ্যা-৭৮, সাধারণ সম্পাদক- মোঃ সাদ্দাম হোসেন, প্রাপ্ত ভোট সংখ্যা-৮৫, সহ-সাধারণ সম্পাদক-মোঃ কাওসার শেখ, প্রাপ্ত ভোট সংখ্যা-৬৪,অর্থ সম্পাদক-এস.এম রফিকুল ইসলাম, প্রাপ্ত ভোট সংখ্যা-৮২।
নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে সুসম্পন্ন হয়, নির্বাচিত প্রতিনিধিরা আগামী দুই বছর সকল এলোটিদের বিভিন্ন সমস্যা দুরীকরণে পাশে থাকবে এবং সকল সমস্যা সমাধানে অঙ্গিকারবদ্ধ।