রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : ইসলাম শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ কোনো ধর্ম নয়; বরং মানুষের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং জীবজগতের সবার উপকারে আসা কাজকেও সওয়াবের কাজ বলে গণ্য করেছে। বৃক্ষরোপণ হলো এমন এক সওয়াবের কাজ, যা স্থায়ী সদকা (সদকায়ে জারিয়া) রূপে পরিণত হয়। গাছ যতদিন ফল দিবে, ছায়া দিবে বা জীবজগত উপকৃত হবে, ততদিন রোপণকারীর আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। নিচের হাদিসটি দেখুন-
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانٌ أَوْ بَهِيمَةٌ إِلاَّ كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ
আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত।
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোন মুসলিম ফলবান গাছ রোপণ করে কিংবা কোন ফসল ফলায় আর তা হতে পাখী কিংবা মানুষ বা চতুষ্পদ জন্তু খায় তবে তা তার পক্ষ হতে সাদাকা্ বলে গণ্য হবে। (বুখারি, হাদিস : ২৩২০)
সংক্ষিপ্ত ব্যাখ্যা
এই হাদিসে রাসুলুল্লাহ (সা.) স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে, ইসলামে বৃক্ষরোপণ ও কৃষিকাজ কত বড় সওয়াবের কাজ। মানুষ সাধারণত সাদাকা বলতে শুধু অর্থ দান, খাদ্য দান বা অন্যকে সাহায্যকেই বোঝে। কিন্তু মহানবী (সা.) শিক্ষা দিয়েছেন, এমন সব কাজকেও সাদাকা ধরা হবে যেগুলো আল্লাহর বান্দাদের উপকারে আসে, এমনকি পশু-পাখির উপকারেও যদি হয়।
এখানে বলা হয়েছে— মুসলিম যখন ফলবান গাছ রোপণ করে বা ফসল উৎপাদন করে, তারপর তার ফল বা ফসল থেকে যদি মানুষ খায়, পাখি খায় বা পশু খায়, তবে প্রতিটি অংশের জন্যই রোপণকারীর নামে সওয়াব লেখা হবে।
এতে বোঝা যায় যে, গাছ লাগানো ও ফসল ফলানো ইবাদতসম্মত কাজ। কারণ এর মাধ্যমে মানুষের খাদ্য, পশুর খাদ্য এবং পরিবেশের উপকার হয়। এটি সদকায়ে জারিয়া, গাছ যতদিন ফল দিবে বা উপকার করবে, রোপণকারী ততদিন সওয়াব পেতে থাকবে, এমনকি তার মৃত্যুর পরও।
ইসলাম শুধু মানুষের নয়, সকল প্রাণীর উপকারকে গুরুত্ব দিয়েছে – এমনকি ছোট্ট একটি পাখি যদি খেয়ে যায়, তাতেও সওয়াব আছে।
সুতরাং, এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে—
- গাছ লাগানো শুধু দুনিয়াবি উপকার নয়, বরং আখিরাতের সওয়াবের বিশাল ভাণ্ডার।
- পরিবেশ ও প্রাণীকুলের কল্যাণেও মুসলমানকে অবদান রাখতে হবে।
- সামান্য একটি কাজও, যদি মানুষের বা প্রাণীর উপকারে আসে, তা আল্লাহর কাছে ইবাদত হিসেবে গৃহীত হয়।
ইসলামে বৃক্ষরোপণ ও কৃষি শুধু দুনিয়ার কাজ নয়, বরং এটি সাদাকা ও সদকায়ে জারিয়া।
গাছ লাগানো মানে দুনিয়া সবুজ করা এবং আখিরাতের জন্য সওয়াব জমা করা।
রুপসীবাংলা৭১/এআর