রুপসীবাংলা৭১ প্রতিবেদক : রাজধানীর ভাটারায় পোশাক শ্রমিক তামান্না আক্তারকে (২২) হত্যার অভিযোগে তাঁর স্বামী কামরুজ্জামানকে (৩০) গ্রেপ্তার করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ। গত রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সোনামুড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ভাটারা থানা পুলিশ জানায়, শনিবার সকালে জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে সংবাদ পেয়ে খিলবাড়িরটেক এলাকায় একটি ছয়তলা ভবন থেকে অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ উদ্ধার করা হয়। তদন্তের এক পর্যায়ে জানা যায় যে ভুক্তভোগীর নাম তামান্না আক্তার।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ভাটারা থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের ১৬ ঘণ্টা পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, তিন বছর আগে তামান্নার সঙ্গে কামরুজ্জামানের বিয়ে হয়।
তাঁরা দুজন গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় গার্মেন্টস কারখানায় কাজ করতেন। গত ৪ জুলাই তাঁরা খিলবাড়িরটেক এলাকার একটি বাসা ভাড়া নেন। পারিবারিক কলহের জেরে ওই রাতেই তাঁদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে কামরুজ্জামান তাঁর স্ত্রী তামান্নাকে গলা টিপে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
এরপর সেখান থেকে পালিয়ে যান।
রুপসীবাংলা৭১/এআর