রুপসীবাংলা৭১ প্রতিবেদক : কুমিল্লার মুরাদনগরে মা ও তাঁর দুই সন্তানকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনার দুই দিন পার হলেও থানায় মামলা হয়নি। শুক্রবার (৪ জুলাই) দুপুরে পরিবারের কাছে লাশ তিনটি হস্তান্তর করা হয়েছে। এরপর রাত ৮টার পর পুলিশি পাহারায় লাশগুলো স্থানীয় কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়েছে।
বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান এসব তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের পরিবারের কাউকে পাওয়া যাচ্ছে না, তাদের খোঁজা হচ্ছে।কেউ না এলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
শুক্রবার দুপুরে ঘটনাস্থল কড়ইবাড়ী গ্রামে গিয়ে দেখা গেছে সুনসান নীরবতা। আশপাশের কয়েকটি গ্রামেও থমথমে পরিস্থিতি। জনশূন্য হয়ে পড়েছে গ্রামগুলো।
ঘটনার পর থেকেই এলাকার সব দোকানপাট বন্ধ। নিহতদের রুবির বাড়ির সামনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।বাড়ির ভেতরে গিয়ে দেখা গেছে, উঠানে রক্তের ছোপ ছোপ দাগ। পাহারায় থাকা এক পুলিশ সদস্য জানালেন, এই উঠানেই গৃহকর্ত্রী রুবিকে হত্যা করা হয়েছে।
সিঁড়ির কাছে বস্তা ও কাপড় দিয়ে ঢাকা জমাটবাঁধা রক্তের দাগ দেখিয়ে তিনি জানান, রুবির ছেলে রাসেলকে এখানে পিটিয়ে হত্যা করা হয়।বাড়ির বাইরে একটি দোকানের শাটারে রক্তের দাগ দেখিয়ে স্থানীয় বাসিন্দা রহিমা বেগম বলেন, এখানে রুবির মেয়ে জোনাকিকে পিটিয়ে হত্যা করা হয়। জোনাকি লোকজনের ভয়ে বাড়ি থেকে পালাতে গেলে তাঁকে এখানে ধরে পিটিয়ে হত্যা করা হয়।
কড়ইবাড়ী বাজার জামে মসজিদে জুমার নামাজেও মুসল্লির সংখ্যা ছিল একেবারেই কম। কয়েকজন মুসল্লি নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৃহস্পতিবারের ঘটনার পর মামলা, সাক্ষী ও ঢালাও গ্রেপ্তার আতঙ্কে গ্রামের অনেক পুরুষ পালিয়ে গেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী বাঙ্গরা বাজারের ব্যবসায়ী মো. রাহাত ও সোলায়মান বলেন, শত শত মানুষের হাতে ছিল লাঠি ও রড। তারা বাড়িতে ঢুকে যাকে যেখানে পেয়েছে, পিটিয়ে মেরেছে। তারা মাদকের সঙ্গে জড়িত এটা সঠিক, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে গ্রামবাসী অন্যায় করেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মুরাদনগরের কড়ইবাড়ী গ্রামে এলাকাবাসী একটি মোবাইল ফোন ছিনতাই ও মাদক ‘ব্যবসার’ অভিযোগ তুলে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করে।
নিহতরা হলেন ওই গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৮), তাঁর ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তার (৩২)। হামলায় আহত আরেক মেয়ে রুমা আক্তার (২৫) সংকটাপন্ন অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রুপসীবাংলা৭১/এআর