রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : জ্ঞানের পরিধি বৃদ্ধির একটি মাধ্যম সফর, যা জ্ঞানকে করে সমৃদ্ধ। পবিত্র কোরআনে এ বিষয়ে বলা হয়েছে, ‘তাদের মধ্যে থেকে একদল লোক—এমন বের হয় না কেন, যারা দ্বিনের জ্ঞান অর্জন করবে এবং ফিরে এলে স্বীয় জাতিকে ভীতি প্রদর্শন করবে।’
(সুরা : তাওবা, আয়াত : ১২২)
জ্ঞানের খোঁজে দেশ-দেশান্তরে ভ্রমণ আদি যুগ থেকেই চলমান। জ্ঞান আহরণের তীব্র বাসনায় অনেক সাহাবি, তাবেঈ ও মনীষী পাড়ি দিয়েছেন হাজার মাইল পথ।
অতিক্রম করেছেন পর্বত, নদী ও মরুভূমি। তাঁদের সেই সফর আজও ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে।
নিম্নে কয়েকজন শ্রেষ্ঠ মনীষীর জ্ঞানের সফর নিয়ে আলোচনা করা হলো—
১. জাবের বিন আবদুল্লাহ (রা.) : নবীজি (সা.)-এর একজন প্রিয় সাহাবি জাবের বিন আবদুল্লাহ (রা.)। তাঁর জ্ঞানের সফর সম্পর্কে জানা যায় যে শুধু একটি হাদিসের সন্ধানে প্রায় এক মাস সফর করে তিনি শামে পৌঁছেছিলেন।
(ফতহুল বারি : ১/২০৯)
২. আবু আইয়ুব আনসারি (রা.) : বনি গনম গোত্রের একজন আনসারি সাহাবি ছিলেন আবু আইয়ুব আনসারি (রা.)। মদিনায় হিজরতের সময় যার বাসস্থান ছিল নবীজি (সা.)-এর আশ্রয়স্থল। তিনিও শুধু একটি হাদিসের খোঁজে সুদূর মিসরে গমন করেন।
(মারিফাতু উলুমিল হাদিস, পৃষ্ঠা-৭-৮)
৩. আবু হানিফা (রহ.) : হিজরি প্রথম ও দ্বিতীয় শতাব্দীর একজন কিংবদন্তি ফকিহ ইমাম আবু হানিফা (রহ.), যাঁর হাত ধরেই মূলত হানাফি মাজহাব প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি জ্ঞানের খোঁজে মক্কায় ৫৫ বার এবং ইরাকের বসরা নগরীতে ২০ বার গমন করেছেন। এ ছাড়া বিভিন্ন দেশে সফরের কথা ইতিহাস থেকে জানা যায়। (মানাকিবুল ইমাম আজম : ১/৫৯)
৪. ইমাম শাফেয়ি (রহ.) : বিখ্যাত শাফেয়ি মাজহাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন ইদরিস আশ-শাফেয়ি (রহ.) একজন জ্ঞানতাপস মুজতাহিদ। তিনি মদিনা, মিসর, ইয়েমেন ও ইরাকে জ্ঞানের উদ্দেশে সফর করেছেন। (তাওয়ালিত তাসিস বিমাআলি ইবনি ইদরিস, পৃষ্ঠা-৫৩)
৫. ইমাম আহমদ (রহ.) : হাম্বলি মাজহাব প্রণেতা ইমাম আহমদ (রহ.) হিজরি তৃতীয় শতাব্দীর একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস।
ইমাম বুখারি (রহ.)-সহ অসংখ্য যুগবিখ্যাত মুহাদ্দিস যাঁর মেহনতেরই ফসল। তাঁর জ্ঞানের সফর সম্পর্কে জানা যায়—তিনি মক্কা, মদিনা, ইয়েমেন, শাম, কুফা ও বসরা নগরীতে জ্ঞান অর্জনের লক্ষ্যে সফর করেছেন।
[মানাকিবুল ইমাম আহমদ (রহ.), পৃষ্ঠার-২২]
৬. ইমাম বুখারি (রহ.) : জ্ঞান অর্জনে যাঁরা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন ইমাম বুখারি (রহ.) তাঁদের অন্যতম। পবিত্র কোরআনের পর সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ ‘সহিহ বুখারি’ যাঁর ত্যাগেরই ফল। এই মহান ব্যক্তির জ্ঞানের সফর সম্পর্কে জানা যায়, ‘তিনি হেজাজ, ইরাক, মিসর, শাম, বসরা, কুফা, বাগদাদসহ বিভিন্ন দেশে জ্ঞানের খোঁজে বের হয়েছেন।’
(সিয়ারু আলামিন নুবালা : ১২/৪০৮)
৭. ইমাম মুসলিম (রহ.) : হাদিসশাস্ত্রের বিখ্যাত মহীরুহ ইমাম মুসলিম (রহ.), যাঁর লেখনীও ছিল ক্ষুরধার। ‘সহিহ মুসলিম’ গ্রন্থ লিপিবদ্ধ করে তিনি ব্যাপক সারা পেয়েছেন। তিনি জ্ঞানার্জনের জন্য হেজাজ, ইরাক, মিসর ও শামের উদ্দেশে বের হয়েছেন।
(তারিখে বাগদাদ : ১৩/১০০)
রুপসীবাংলা৭১/এআর