রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : নওগাঁর আত্রাইয়ে বাঁশ কাটাকে কেন্দ্র করে আজিজার রহমান (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে নিহত আজিজারের দুই ভাতিজা বাবু (৪০) ও আব্দুল আলিমকে (৩০) গ্রেপ্তার করেছে।
সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার তেজনন্দী ভাটোপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আজিজার রহমান ওই গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে।
গ্রেপ্তার দুজন ওই গ্রামের আলাউদ্দীনের ছেলে। পুলিশ সোমবার গভীর রাতে মরদেহ উদ্ধার করে মঙ্গলবার ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহতের ছেলে মুকুল হোসেন বাদী হয়ে সাতজনকে আসামি করে ঘটনার রাতেই আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত আজিজার রহমানের বড় মেয়ে হেনা আক্তার জানান, তার আপন চাচাতো ভাই বাবু এবং আব্দুল আলিমের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক জায়গা-জমি নিয়ে বাবা আজিজার রহমানের সঙ্গে বিরোধ চলে আসছিল।
সোমবার সন্ধ্যার কিছু আগে চাচাতো ভাই বাবু এবং আলিম বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গেলে বাবা আজিজার রহমান বাধা দেয়। এসময় পূর্ব বিরোধের জের ধরে লাঠিপেটা করে গুরুতর জখম করে।
স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে আসার আগেই তাদের মারধরেরে আঘাতে আমার বাবা মারা যায়। বাবাকে লাঠিপেটা করার সময় আমার ছোট ভাই মুকুল হোসেন এগিয়ে গেলে তাকেও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
খবর পেয়ে রাতেই আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, আজিজারকে পিটিয়ে হত্যার ঘটনায় তার ছেলে মুকুল হোসেন বাদী হয়ে সাতজনকে আসামি করে হত্যা মামলা করেছে। মামলার প্রেক্ষিতে মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের সিংড়া উপজেলার কালীগঞ্জ বাজার এলাকা অভিযান চালিয়ে ঘটনার প্রধান অভিযুক্ত দুই সহোদর বাবু ও আলিমকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান আছে।এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
রুপসীবাংলা৭১/এআর