রুপসীবাংলা৭১ প্রতিবেদক : ঝিনাইদহে সদরে শিশুকে ধর্ষণের অভিযোগে সোহেল মন্ডল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (২৯ জুন) দুপুরে উপজেলার উত্তর সমাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ঘটনাটি জানাজানি হলে রাতে ওই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।গ্রেপ্তার সোহাগ মন্ডল ওই শিশুর প্রতিবেশি বকুল মন্ডলের ছেলে।
ভুক্তভোগী ওই শিশুর মা জানান, রোববার সকালে তার মেয়ে প্রতিবেশী সোহাগের বাড়িতে যান। সে সময় সোহাগ ওই শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর বাড়ি ফিরে এলে সন্ধ্যার দিকে তাকে বিষয়টি জানায়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ওই শিশুর মা থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।তাকে আদালতে সোর্পদ করা হবে।’
রুপসীবাংলা৭১/এআর