মঞ্জুর হোসেন ঈষাঃ ৫ জানুয়ারি ২০২৪ জাতীয় গ্রন্থাগার দিবসের এই দিনে এবারের অমর একুশে বই মেলায় জাপানি প্রবাসী নেওয়াজ শরিফ এর দ্বিতীয় কাব্যগ্রন্থ “বোবার জবান” এর মোড়ক উন্মোচিত হয়। হাওলাদার প্রকাশনী থেকে এটি প্রকাশিত হয়েছে। একুশে বই মেলার ৪৭৩,৪৭৪,৪৭৫ নাম্বার স্টলে হাওলাদার প্রকাশনীতে বইটি পাওয়া যাবে। মোড়ক উন্মোচন মঞ্চে সাবেক প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ হুমায়ুন খালিদ, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা, বিশিষ্ট সংগঠক ও কবি মো.নুরুল আলম সেলিম মিয়াজী,ড.শরীফ সাকী,মেঘ ও বই এর প্রকাশক মো. মাকসুদসহ বিভিন্ন লেখক কবি সাহিত্যিকের উপস্থিতিতে বইয়ের মোড়ক উন্মোচন হয়।অনুষ্ঠানের উপস্থাপনা করেন টিমুনী খান রনো।
কেন ভয় হয়
ভয় মৃত্যুর নয়
হেরে যাওয়ার মাঝেও আনন্দ থাকে
এটাই শেষ নয়
মাঝে মাঝে নতুন করে সাজতে হয়
সাজাতেও হয়
প্রাণখুলে হাসতে হয়
এখন সময় নয়
একদিন হাসবো যদি সময় হয়।
কবির লেখা প্রতিটি শব্দ,অক্ষর হৃদয় ছুঁয়ে যাই।
কবি ও লেখক নেওয়াজ শরিফ পিতা মরহুম শাহ্জাহান কবির, মাতা নুরজাহান বেগম।১৯৮২ সালের ২ জানুয়ারি লক্ষীপুর জেলার খিলবাইছা মিয়াবাড়ি জন্মগ্রহণ করেন। তিনি বর্তমান জাপানের টকিও তো শিবুইয়া কু,হাতাগায়াতে প্রেসিডেন্ট, টোকিও হিলস ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড কর্মরত রয়েছেন। কবি নেওয়াজ শরিফ এর সখ ভ্রমণ, গান শোনা ও ফুটবল।