নিজস্ব প্রতিনিধিঃ মানিকগঞ্জের ঘিওরে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে ভাবীকে হত্যার ঘটনায় মামলা রুজুর মাত্র ০৬ (ছয়) ঘন্টার মধ্যেই মামলার আসামী গ্রেফতার করেছে পিবিআই মানিকগঞ্জ জেলা। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ রাকিব হোসেন@রাজু মিয়া (২৫)। গত ২১/০৬/২০২৫ তারিখ তাকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়।
ভিকটিম শোভা বেগম (৩৬) মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার রামদিয়া নালী (ভাঙ্গা) গ্রামের বাসিন্দা এবং সৌদি প্রবাসী মোঃ সালাম মিয়ার স্ত্রী। দীর্ঘদিন ধরে স্বামীর পৈত্রিক সম্পত্তি বণ্টন নিয়ে শোভার সাথে স্বামীর ছোট ভাই রাকিব হোসেন রাজুর বিরোধ চলছিল। ঘটনার দিন ২০ জুন ২০২৫ সকাল ৯ টার দিকে পৈত্রিক গাছের কাঠাল পাড়াকে কেন্দ্র করে শোভার সাথে রাকিবের কথা কাটাকাটি শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে রাকিব তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে শোভার গলার বাম পাশে, পিঠের মাঝখানে ও ডান কাঁধে এলোপাথারি কোপ দেয়, ফলে শোভা বেগম ঘটনাস্থলেই মারা যান। এ সময় শোভার ছোট ছেলে সাকিব (১১) চিৎকার করে স্থানীয়দের ডাকতে থাকে। তার চিৎকারে বড় ছেলে শামীম (১৬) ও আশপাশের লোকজন ছুটে এসে শোভাকে মৃত অবস্থায় দেখতে পায়। রাকিব তখন রক্তমাখা অবস্থায় দৌড়ে পালিয়ে যায়। নিহতের বড় বোন রেবেকা বেগম বাদী হয়ে ঘিওর থানায় আসামী রাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১০, তারিখ ২১/০৬/২০২৫, ধারা ৩০২ পেনাল কোড)।
পিবিআই মানিকগঞ্জ জেলার ক্রাইমসিন টিম ঘটনার বিষয়ে ছায়া তদন্তের পাশাপাশি আসামী গ্রেফতারে তৎপর থাকে। গত ২১ জুন ২০২৫ তারিখ টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মামুদনগর উত্তরপাড়া থেকে রাকিবকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব হত্যার দায় স্বীকার করে। পরে তাকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের জন্য সোপর্দ করা হয়। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।