রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র কিছুক্ষণ আগে শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এই হামলায় আহত ১১ জন ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর বিবিসি’র।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইডিএফ।
হুমকি মোকাবেলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানানো হয়েছে এই বিবৃতিতে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণকে সুরক্ষিত একটি স্থানে থাকার আহ্বান জানিয়েছে আইডিএফ।
ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে, এমন সতর্কবার্তার পরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার ফলে জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিবিসির মধ্যপ্রাচ্য সংবাদদাতা হুগো বাছেগা জেরুজালেম থেকে এ তথ্য জানিয়েছেন।
ইরানের সর্বশেষ হামলায় ১১ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের জরুরি সেবার মেগান ডেভিড অ্যাডম।
আহতদের মধ্যে একজন মাঝামাঝি অবস্থায় আছেন। যিনি ৩০ বছর বয়সী। এই ব্যক্তির শরীরের উপরের অংশে গুলিবিদ্ধ হয়ে তীক্ষ আঘাতের চিহ্ন রয়েছে। বাকি ১০ জনের হালকা আঘাতের সাথে ক্ষতের চিহ্ন রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের হামলাকে ‘গর্হিত’ বলে নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি।
তিনি বলেছেন, “ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ করছে।”
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তিনি লিখেছেন, “আজ সকালের ঘটনাগুলো ভয়াবহ এবং এর পরিণতি চিরস্থায়ী হবে। জাতিসংঘের প্রতিটি সদস্যকে এই অত্যন্ত বিপদজনক, আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে।”
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের ‘গুরুতর লঙ্ঘন’ করেছে বলেও যোগ করেছেন আরাঘচি।
রুপসীবাংলা৭১/এআর