রুপসীবাংলা৭১ প্রতিবেদক : পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মো. ইকবাল বাহারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় বেইলি রোডের একটি বাসা থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম জানান, গত বছরের জুলাই অভ্যুত্থানের ঘটনায় তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছিল। সেগুলোর একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি দল শুক্রবার সন্ধ্যার পর বেইলি রোডে ইকবাল বাহারের বাসভবনে যায়। সেখানে সংক্ষিপ্ত জিজ্ঞাসাবাদের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ইকবাল বাহার সর্বশেষ ঢাকার রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। ২০১৯ সালে তিনি অবসরে যান।
রুপসীবাংলা৭১/এআর