নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র কয়েক ঘন্টা পর বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। জাতীয় ফুটবল দলের এশিয়ান কাপ বাছাইয়ের খেলার দিন বাংলাদেশের ক্লাব ফুটবলে এসেছে সুখবর। এশিয়ান ফুটবলের ক্লাব প্রতিযোগিতা বাংলাদেশের দুই ক্লাব ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের খেলার বিষয়টি আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে এএফসি।
এশিয়ার ক্লাব ফুটবলে তৃতীয় স্তরের প্রতিযোগিতা চ্যালেঞ্জ লিগ। সেখানে গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস অংশ নিয়েছিল। লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের ক্লাব লাইসেন্স না থাকায় রানার্স আপ আবাহনী এএফসি চ্যালেঞ্জ লিগে খেলবে নিশ্চিত ছিল। পাকিস্তানের কোনো ক্লাবের লাইসেন্সিং সমস্যা থাকায় বাংলাদেশের আরেক ক্লাব সুযোগ পাচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতায়।
আজ এএফসির ওয়েবাসাইটে আনুষ্ঠানিকভাবে ঢাকা আবাহনীর পাশাপাশি বসুন্ধরা কিংসকেও এএফসি চ্যালেঞ্জ লিগে অংশগ্রহণকারী দল হিসেবে প্রদর্শন করা হয়েছে। সদ্য সমাপ্ত লিগে তৃতীয় হয়েও ক্লাব লাইসেন্সিং থাকার পুরস্কার পেল কিংস আর মোহামেডান চ্যাম্পিয়ন হয়েও দর্শক।