ডেক্স রিপোর্টঃবাইরে থেকে কোনো জঙ্গি এসে যাতে পশ্চিমবঙ্গে আশ্রয় নিতে না পারে তার জন্য রাজ্যের পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার রাজ্যটির জলপাইগুড়ি জেলার উত্তরকন্যা প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভায় তিনি এই নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেছেন, “আমি শুনেছি অনেক বাইরের লোক কেউ আসাম থেকে, কেউবা অন্য জায়গা থেকে বিভিন্ন এলাকায় ঢুকছে। আমাদের দলের সমর্থকদের কাছ থেকে, সরকারি কর্মকর্তাদের কাজ থেকেও বিভিন্ন তথ্য নিয়ে চলে যাচ্ছে। আমি পুলিশকে বলব, সাবধান হোন। বাইরে থেকে কোনো জঙ্গি যাতে আশ্রয় নিতে না পারে, অথরাইজড লোক ছাড়া কেউ যেন কারো সঙ্গে কোনো তথ্য শেয়ার না করে। এরকম অনেককে ধরা হয়েছে। আজকের বৈজ্ঞানিক যুগে মানুষ যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তেমনি অনেক ক্ষতিকারক শক্তি বেড়েছে। তাই চোখ কান খোলা রেখে কাজ করতে হবে।”
রাজ্যটির উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার জেলাশাসক, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসনিক পদে থাকা সবাইকে সর্তক করে মমতা বলেন, “আপনারা নিজের এলাকাতে সতর্ক থাকুন, যাতে কোনো ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি না হয়। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহারের সাথে চার-পাঁচটা দেশের সীমান্ত রয়েছে। তাই আপনাদের এলাকাগুলো বেশি স্পর্শকাতর। ফলে আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে।”