নিজস্ব প্রতিনিধিঃ ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের শোক প্রকাশ-বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সিরাজ আজ ৫ মে ২০২৫ দুপুরে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার মৃত্যুতে বিলস এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান ভূঞাঁ, মহাসচিব নজরুল ইসলাম খান এবং নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদসহ বিলস পরিবারের সকল সদস্য ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও সংগ্রামী এই ট্রেড ইউনিয়ন নেতা অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিলস নেতৃবৃন্দ শোক প্রকাশ করে বলেন, তাঁর মৃত্যুতে ট্রেড ইউনিয়ন আন্দোলনের অপূরণীয় ক্ষতি হয়েছে। তারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, মরহুমের জানাজা আগামীকাল ৬ মে ২০২৫ বাদ আসর শরীয়তপুরে নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।