সাইদুর রহমানঃ বাংলাদেশ রেলওয়ে ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ লাইনকে ডুয়েলগেজ লাইনে রূপান্তর এবং নতুন ডুয়েল গেজ লাইনের অবশিষ্ট কাজ সম্পাদনের জন্য বাংলাদেশ রেলওয়ে এবং GPT-STANDARD JV এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ADVERTISEMENT
কাজের পরিধি- * ডুয়েলগেজ মেইন লাইন ২৩.৪১ কি.মি. এবং লুপ লাইন ৬.৫০ কি.মি. নির্মাণ।
- নতুন ডুয়েলগেজ লাইন ও বিদ্যমান মিটারগেজ লাইনে মোট ১২টি মাইনর ব্রীজ নির্মাণ।
- নারায়ণগঞ্জ স্টেশনের ১টি ৩ তলা, চাষাড়া ও ফতুল্লা স্টেশনে ২টি ১তলা স্টেশন ভবনসহ ‘বি’ শ্রেণির মোট ৩টি ভবন এবং পাগলা ও শ্যামপুরে ২টি ‘ডি’শ্রেণির ১তলা স্টেশন ভবনের অসমাপ্ত কাজ
সম্পাদন।
স্টেশনসমূহের ৬টি অসমাপ্ত প্ল্যাটফর্ম, ৫টি নতুন প্ল্যাটফর্ম ও ১১টি প্ল্যাটফর্ম শেড নির্মাণ।
স্টেশন সমূহের অসমাপ্ত ৪টি ফুট ওভার ব্রীজ ও পথচারীদের জন্য
১টি নতুন ফুট ওভার ব্রীজ নির্মাণ । - অসমাপ্ত ১টি ৩ তলা অফিস-কাম-ডরমিটরি এবং ১টি ৩ তলা স্টাফ কোয়ার্টার ভবন নির্মাণ।
গভীর ও অগভীর নলকূপ স্থাপন । - অসমাপ্ত ১টি ব্রডগেজ ও ১টি মিটারগেজ ওয়াশ পিট নির্মাণ।
- ১১ টি লেভেল ক্রসিং গেইট নির্মাণ।
- নারায়ণগঞ্জ স্টেশনে ১টি বৈদ্যুতিক সাব-স্টেশন স্থাপন করণ।