নিজস্ব প্রতিনিধিঃ ফরিদগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, এ এফ ফাউন্ডেশন এর চেয়ারম্যান বশিষ্ট্য সমাজসেবক এ এম মাহবুবুর রহমান ভূঁইয়া। তিনি তার পাঠানো ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান শেষে মুসলমানদের ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর।পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক হাসি, আনন্দ ও অনাবিল ভালোবাসা। আসুন আমরা সকলে ধনী গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দে মানব কল্যাণে ঐক্যতায় উজ্জীবিত হই। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে। আসুন ঈদকে সামনে রেখে প্রতিজ্ঞা করি আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই হিংসা-বিদ্বেষ, অহংকার ও ভেদাবেদ ভুলে গিয়ে একত্রে কাজ করবো এবং একটি আদর্শিক ফরিদগঞ্জ গড়ি। সবার জীবন হোক সুন্দর।