নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নীটওয়্যার (বিডি) লিঃ এর শ্রমিক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ, আন্দোলনরত গার্মেন্টস শ্রমিক সংগঠনসমূহের ঢাকা -ময়মনসিংহ রোড মার্চ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে উদ্ভুত পরিস্থিতির কারণে আজকের রোড মার্চ কর্মসূচিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ১৮ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ৯ টার দিকে, ময়মনসিংহের ভালুকার ” পাইওনিয়ার নীটওয়্যার (বিডি ) লিমিটেড কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে নৃশংসভাবে হত্যা করা হয়। ঐ কারখানা কর্তৃপক্ষ ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে দীপুকে স্হানীয় উন্মত্ত তৌহিদি জনতার হাতে তুলে দেয়।
ঐ তৌহিদি জনতা দীপুকে পিটিয়ে মেরে বিবস্ত্র অবস্থায় গাছে ঝুলিয়ে গায়ে আগুন লাগিয়ে দেয় মধ্যযুগীয় বর্বর কায়দায়।
এই ঘটনার পর” গার্মেন্টস শ্রমিক সংগঠনসমূহ ” ২১ ডিসেম্বর ঐ এলাকা পরিদর্শনে যান। ঐ কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ করেন। যে গাছে ঝুলিয়ে দীপুকে হত্যা করা হয়েছে ঐ গাছ ছুঁয়ে নেতৃবৃন্দ ২য় সমাবেশ করেন। এরপর ঐ এলাকায় স্বত:স্ফুর্ত বিক্ষোভ মিছিল করেছেন।

২৩ ডিসেম্বর “আন্দোলনরত গার্মেন্টস শ্রমিক সংগঠনসমূহ” ঢাকায় সংবাদ সম্মেলন করে ঢাকা-ময়মনসিংহ(ভালুকা) রোড মার্চের কর্মসূচি ঘোষণা করেন ৩০ ডিসেম্বর।বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে উদ্ভুত পরিস্থিতির কারণে আজকের রোড মার্চের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।
সকাল ৯.৩০ টায় “আন্দোলনরত গার্মেন্টস শ্রমিক সংগঠনসমূহ” এর নেতৃবৃন্দ প্রেসক্লাবের সামনে উপস্থিত হন। সর্বসম্মত সিদ্ধান্তক্রমে আজকের রোড মার্চ কর্মসূচি স্থগিত ঘোষণা করেন রাজনীতিবিদ ও শ্রমিক নেতা- গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম এর সভাপতি মোশরেফা মিশু।

সমবেত উপস্থিতির সামনে বক্তব্য রাখেন গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হারুন অর রশিদ। কর্মসূচিতে অংশগ্রহণ করেন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সমাজতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবীব বুলবুল, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শামীম ইমাম, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলনের সদস্য সচিব সুশান্ত সিনহা সুমন, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক দলিলের রহমান দুলাল, গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়নের সংগঠক আয়েন উদ্দিন, গণতান্ত্রিক ছাত্র জোট নেতা ছায়েদুল হক নিশান, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম এর সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সবুজ, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সংগঠক কামাল হোসেন বাদলসহ আন্দোলনরত গার্মেন্টস শ্রমিক সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ের সংগঠক ও কর্মী বৃন্দ।

রোড মার্চ কর্মসূচির স্থগিত ঘোষণা করে নেতৃবৃন্দ প্রেসক্লাবের সামনে নির্মিত দীপু চন্দ্র দাসের অস্হায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দীপু হত্যাকারীদের গ্রেফতার -বিচার, তার পরিবারকে এক জীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ, দীপুর পরিবারের নিরাপত্তা এবং ভালুকার পাইওনিয়ারসহ অন্যান্য কারখানার শ্রমিকদের ও স্হানীয় জণগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
আগামী ২/৩ দিনের মধ্যে “আন্দোলনরত গার্মেন্টস শ্রমিক সংগঠনসমূহ” এর নেতৃবৃন্দ বৈঠকে বসবেন এবং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

