নিজস্ব প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক, এ এফ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম মাহবুবুর রহমান ভুইঁয়া।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।
এক শোকবার্তায় এম মাহবুবুর রহমান ভুইঁয়া মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও বিএনপির নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও জাতীয় জীবনে তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন শোকাহত পরিবার এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি লাভ করেন।

