নিজস্ব প্রতিনিধিঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুর্নীতিবাজ এবং ফেসিস্টের দোসর কর্মকর্তাদের অবিলম্বে অপসারণ করে কৃষি উন্নয়ন অব্যাহত রক্ষার দাবিতে বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন।
১৫ মার্চ ২০২৪ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর উনিমিলন আয়তনে সকাল ১১ টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মোঃ রেজাউল ইসলাম মুকুল। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অন্যান্য নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্য জানান খাদ্য নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কার্যক্রম গতিশীল করার স্বার্থে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রত্যক্ষ সহযোগী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক জনাব মোঃ ছাইফুল আলমসহ অন্যান্য ফ্যাসিষ্ট সরকারের সহযোগীদের অবিলম্বে অপসারণের দাবী জানান।