শেরপুর শ্রীবৃদ্ধি থেকেঃ গতকাল শুক্রবার সকালে বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা চ্যাটারএকাউন্টেট এ,কে,এম,আমিনুল হক শ্রীবদ্ধী আর ঝিনাইগাতী বিএনপির নেতা কারা নির্যাতাতী সামিউল হক সাদা, নেতা-কর্মীদের মাঝে রমাজানের সময় সুচি হস্তান্তর করেন। মুজলুম এই নেতাদের ভয়ভীতি দেখানোর কথা শুনে তিনি আক্ষেপ করেন। উপদেষ্টা মহোদয় আরো বলেন আপনার শহীদ জিয়া,দেশনেত্রী বেগম খালেদা জিয়া,দেশনায়ক তারেক রহমান এর রাজনীতি করেন। তিনি বলেন কোন ব্যাক্তির নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসন আপনাদের হয়রানী করলে মনে ওরা ওদের অপরাধ করার জন্যে মাঠ খালী করার চেষ্টা করলে জনগণ তা প্রত্যাখান করেন। ১০ মামলা থেকে সদ অব্যহত পাওয়া উপদেষ্টার বক্তব্যে তাদের মাঝে আসার সঞ্চার হয়। তারা বলেন মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছে দেশনেত্রী। দেশনায়ক তারেক রহমান রমজানের পবিত্রত্বা রক্ষায় সকলকে ঐক্যেবদ্ধ থাকার জন্য বলেন। তিনি দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহবান জানান।