নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র চেয়ারপার্সন এর উপদেষ্টা মন্ডলির সদস্য,মাসিক অক্ষর এর সম্পাদক মন্ডলির সভাপতি, চাটারএ্যাকাউন্টটেন্ট এ,কে,এম, আমিনুল হক,এফসিপি’র সহধর্মিণী দীর্ঘদিন অসুস্হ থাকার পর শুক্রবার পৃথিবীর সাময়িক সফর শেষ করে নির্দিষ্ট স্হানে রওনা দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান মালিক মরুহুমার সকল ভুলক্রটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করবেন এটাই প্রার্থনা দয়াময়ের দরবারে। বাদ জুম্মা বনশ্রী জুম্মা নামাজ এ জানাজা শেষে শেরপুর পারিবারিক গৌড়স্হানে দাফনের জন্যে নিয়ে যাবে। মরহুম বিদায়ের সময় ২পুত্র ১ কন্যা নাতী-নাতনী সহ অসংখ্য আপনজন রেখে জান। বাংলাদেশ মফস্বল সাংবাদিক এ্যাসোসিয়েশন(বিআরজেএ) ও মাসিক অক্ষর এর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানায়।পাশাপাশি মহান আল্লাহ তালার দরবারে দোয়া করে।