নিজস্ব প্রতিনিধিঃ ৫ আগস্ট বিপ্লব আদর্শ বাস্তবায়ন ও রক্ষা পরিষদ, ন্যাপ ভাসানী ও ভোটার মঞ্চ এর যৌথ উদ্যোগে ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১.৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানকে কেন্দ্র করে বিশ্ব নেতৃবৃন্দ যেভাবে আপ্রুত হয়েছেন এবং ওনার প্রতি সৌহার্দ্য আচরণ দেখিয়েছেন এটা অতীতের কোন সরকার প্রধান দেখাতে পারেন নাই। তাই তাকে অভিনন্দন জানিয়ে মোসতাক ভাসানীর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরো উপস্থিত ছিলেন কনজারভেটিভ পার্টির প্রধান জনাব আনিসুর রহমান দেশ, জনতা সাংস্কৃতিক ফ্রন্টের চেয়ারম্যান মোঃ বাদশাহ উদ্দিন মিন্টু, মোঃ হারুন-অর-রশিদ, মোঃ তাহের উদ্দিন ও জনতা ফ্রন্টের মোঃ সালাউদ্দিনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মোসতাক আহমেদ ভাসানী বলেন, ড. ইউনূস এর সুনাম শুধু আমাদের বাংলাদেশে নয় সারা বিশ্বে রয়েছে। তার গ্রামীণ ব্যাংকের কনসেপ্ট বিভিন্ন রাষ্ট্র প্রধানরা গ্রহন করে অনেক উপকৃত হয়েছেন এবং দারিদ্র বেকরাত্ব দূর করতে সক্ষম হয়েছেন। তিনি যে বাংলা ভাষায় বক্তব্য দিয়েছেন তিনি বাংলাদেশ এবং বাঙালি জাতিকে আবারও নতুন করে পরিচয় করিয়ে দিয়েছেন। তার বক্তব্যে ফিলিস্তিনী সমস্যার সমাধাণ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ এমনকি বাংলাদেশে যে রোহিঙ্গা সমস্যা দীর্ঘদিন ধরে ঝুলে আছে তাদেরকে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার কথা বলেছেন। তিনি জলবায়ু সমস্যা সমাধাণসহ তৃতীয় বিশ্বের সাধারণ মানুষের বক্তব্যের কথা তুলে ধরেছেন।
পরিশেষে আমরা দেখতে পাই তিনি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান এবং আইএমএফএর নেতৃবৃন্দের সাথে কথা বলে তাদেরকে তিনি বাংলাদেশের সহযোগীতার আশ্বাস আনতে সক্ষম হয়েছেন। এতে করে বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাড়াবে। এমতাবস্থায় আমাদের জাতীয় রাজনীতির সংস্কার এবং অর্থনীতির মুক্তির পথ ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে আমাদের জাতীয় রাজনীতির সংস্কার এবং অর্থনীতির মুক্তির পথ প্রশ্বস্ত হবে। কাজেই এখন পর্যন্ত তার কোন বিকল্প নেই এবং তার কোন বিতর্ক নেই। কারণ তিনি লোভ লালসার উর্ধে, এমনকি দুর্নীতিরও উর্ধে। তাই দেশবাসী ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে সংস্কার চায়। আমরা আমাদের জান-মাল দিয়ে তাকে টিকিয়ে রাখবো ইনশাহ আল্লাহ।