নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুর জেলার শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন এর ১০ম মৃত্যুবার্ষিকী ১২ আগস্ট সোমবার। এ উপলক্ষে ইসমাইল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হবে।
কর্মসূচীর মধ্যে রয়েছে, সকাল ৮টায় শ্রীপুর টেপিরবাড়ী গ্রামস্থ মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল, সকাল ১০ টা থেকে কোরআনখানি, বাদ জোহর মরহুমের পরিবারের পক্ষ থেকে দুপুরে খাবারের আয়োজন।বিকাল ৪ টায় টেপিরবাড়ীস্থ কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে মরহুমের স্মরণে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।আলোচনা সভায় সভাপতিত্ব করবেন, ইসমাইল হোসেন ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সাত্তার আবুল।
এছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সংগঠনের মতিঝিলস্থ কার্যালয়ে ১২ আগস্ট (সোমবার) বাদ আছর আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, মরহুমের বড় ছেলে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল, সংস্থার নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, মহাসচিব মোঃ কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংস্থার সদস্যগণ।
উল্লেখ্য মরহুমের পরিবারের পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনার জন্যে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার। উল্লেখ্য, বিশিষ্ট সাহিত্যিক, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর পিতা মোঃ ইসমাইল হোসেন ২০১৪ সালের ১২ আগষ্ট ৯২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।