নিজস্ব প্রতিনিধিঃ নবম বছরে পা রেখেছে সফলতার সঙ্গে এগিয়ে চলা মতিঝিল- কমলাপুর ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড। বর্ষপূর্তি উপলক্ষে আজ শনিবার সমিতির পক্ষ থেকে এক বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করা হয়।
রাজধানীর মতিঝিল শাপলা চত্ত্বর থেকে শুরু হয়ে র্যালিটি কমলাপুর রেলওয়ে স্টেশন হয়ে কমলাপুর বাজার রোডে এসে শেষ হয়। র্যালিতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এনামুল হক এনাম। সঞ্চালনায় ছিলেন মো. ইয়াছিন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলির সদস্য নুরুল ইসলাম মজুমদার। এ সময় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলতাব হোসেন (সেক্রেটারি) সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে সমবায়ের অগ্রযাত্রা, ব্যবসায়ীদের ঐক্য এবং ভবিষ্যতে সংগঠনকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। র্যালির মাধ্যমে সমিতির সাফল্য ও সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আরো বেড়েছে বলে জানান আয়োজকরা।

