নিজস্ব প্রতিনিধিঃ অনুষ্ঠিত হলো বিশ্ববীণা কবিতা ও সাংস্কৃতিক মঞ্চ এর আয়োজনে উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিজ্ঞ ও সমাজ সংস্কারক নবাব স্যার সলিমুল্লাহ;র ১৫৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতিপদক-২০২৪ প্রদান অনুষ্ঠান।
১৩জুলাই ২০২৪ শনিবার বিকাল ৪.০০ টায় কাকরাইল আইডিইবি সেমিনার হলে সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠানে সমাজসেবায় গৌরবময় অবদান ও কীর্তির স্বীকৃতিস্বরুপ ২০২৪ সালের নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতিপদক-এ ভূষিত করেন এ.এফ (আমেনা ফজলু) ফাউন্ডেশন দুঃস্থ সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এম.মাহ্বুবুর রহমান ভূঁইয়া কে।
দেশ ও জাতির জন্য তার অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরুপ সংগঠনের পক্ষ থেকে কবি শেখ আব্দুল হক চাষী সভাপতিত্বে ও লায়ন এ্যাড. মোঃ রবিউল হোসেন রবি সঞ্চালনায় তাকে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।আগামীতে তার উত্তরোত্তর সমৃদ্ধি,সর্বাঙ্গীন সাফল্য,সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।