আসলাম ইকবালঃ নাচ মানুষের মন ও মানসিকতাকে আন্দোলিত করে। নাচ সংস্কৃতির কলা-আর্ট, ‘বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা’ কর্তৃক আয়োজিত ২দিন ব্যাপী নিতি নৃত্যের শিরোনামে ৯ জুন সন্ধ্যায় মহিলা সমিতি মঞ্জে নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছিলেন। নৃত্যানুষ্ঠান উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কদ্দুছ।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন নৃত্যশিল্পী সংস্তার সভাপতি মিনু হক। অনুষ্ঠানে একক ও গ্রুপ ভিত্তিক নৃত্য পরিবেশন করেন যারা-সপ্তম, ঝংকার ললিতকলা একাডেমী, নৃত্যশিল্পী ইরা, নৃত্যাঞ্চলির শিল্পী ববি, নুপুরের ঝংকার একাডেমী, নৃত্যসুর এর গ্রুপ নাচ, কাদামাটির গ্রুপ নাচ-পরিচালনায় আসরাফ, হৃদি পারফর্র্মিং আর্ট, মুকুল নৃত্যগ্রুপ-শিল্পী তানিয়া, পরিচালক মনিরুল ইসলাম মুকুল, কথক সম্প্রদায় পরিচালনায়-সাজু আহমেদ, রাহাত আরা স্মৃতি, নিঝুম নৃতাঙ্গন পরিবেশন করে নাচ।
ছবিঃ মোস্তাফিজ মিন্টু।