মঞ্জুর: বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি ১লা জুন শনিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সভাপতি, আব্দুর রহিম হাওলাদার (রানা)। সংবাদ সম্মেলনে তিনি ৭ দফা দাবি পেশ করেন। দাবি সমুহ নিম্নরূপ:
১. বৈষম্যহীন নবম জাতীয় বেতন স্কেল ঘোষনা করতে হবে। পে-কমিশনে সরকারি গাড়ী চালকদের প্রতিনিধি রাখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ঘোষিত ১৯৭৩ সনের ১০ দশ ধাপে নবম পে-স্কেল বাস্তবায়ন করতে হবে। সর্বনিম্ন গাড়ী চালকদের বেতন ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা/ হেবি স্কেল ২৮,০০০/- (আটাশ হাজার) টাকা করতে হবে ও সর্বোচ বেতনের পার্থক্য ১.৫ হতে হবে এবং টাইম স্কেল, সিলেকশন গ্রেড, পূর্ণ বহাল করতে হবে । ২. সরকারি গাড়ি চালকদের আউটসোসিং নিয়োগ পদ্ধতি বাতিল করতে হবে ও স্থায়ী পদে নিয়োগ প্রধান করতে হবে, বিভিন্ন সরকারি দপ্তর/প্রতিষ্ঠানের সরকারি গাড়ী চালকদের হয়রানি মূলক বদলির আদেশ, অত্যাচার নির্যাতন মূলক ও মিথ্যা মামলা /হয়রানি বন্ধ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ২০১৫ সালে ঘোষনা অনুযায়ী আয়কর বিভাগসহ সকল সরকারী কর্মচারীদের ব্লক পোস্ট বাতিল করতে হবে। অন্যান্য পদের ন্যায় সরকারি গাড়ি চালকদের পদ উন্নতির ব্যবস্থা করতে হবে, বৈষম্যহীন গোপনীয় প্রতিবেদন (এ সি আর) বাতিল করতে হবে। ৩. পূর্বের ন্যায় সরকারি গাড়ি চালকদের শত ভাগ পেনশন উত্তোলনের সুযোগ সহ গ্র্যাচুয়িটির হার ১ টাকার স্থলে ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। ১৯৭৩ সালের বঙ্গবন্ধু কর্তৃক ঘোষিত বেতন স্কেল ০১ (এক) হতে ১০ (দশ) গ্রেড পূর্ণ নির্ধারন করতে হবে। ৪. সরকারি চাকুরীতে নিয়োগের ক্ষেত্রে সরকারি গাড়ি চালকদের ছেলে মেয়েদের জন্য পোষ্য কোঠা চালু করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য পোষ্য কোঠা চালু করতে হবে। সরকারি গাড়ি চালকদের জন্য রেশন ব্যবস্থা চালু করতে হবে। অন্যান্য ভাতা যেমন পোশাক ধোলাই ভাতা ১০০০ টাকা, যাতায়াত ভাতা ২০০০ টাকা, চিকিৎসা ভাতা ৩০০০ টাকাসহ টিফিন ভাতা ১৫০০ টাকা করতে হবে। ৫. সরকারি গাড়ি চালকদের বি.সি.এস ক্যাডারদের ন্যায় প্রজাতন্ত্রের সরকারি গাড়ি চালকদের বিনা (ত্রিশ) লক্ষ থেকে (৫০) পঞ্চাশ লক্ষ টাকা গৃহ নির্মান ঋণ দিতে হবে । ৬. সরকারী চাকুরিতে প্রবেশ ক্ষেত্রে প্রবেশ বয়স সীমা ৩২ এবং বয়সীমা এবং অবসর গ্রহনের বয়সসীমা ৬২ বছর করতে হবে। ৭. সরকারি গাড়ি চালকদের ড্রাইভিং লাইন্সেস নবায়ন পদ্ধতি পূর্বের ন্যায় পোষ্ট অফিসের মাধ্যমে টাকা জমা করে নবায়ন করার সুযোগ প্রদান করতে হবে এবং বি আর টি এর হয়রানি বন্ধ করতে হবে। ডোপটেস্ট মেডিকেল বাতিল করতে হবে। সরকারি গাড়ি চালক পদবি টি কে পরিবর্তন করে সেনাবাহিনীর ন্যায় এম.টি.ও পদে নাম করণ করতে হবে।
আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক- এমদাদুল হক সুজন, কেন্দ্রীয় কমিটি । সহ-সভাপতি- মোঃ মাহাবুব আলম চৌধুরী। সহ-সভাপতি- মোঃ কবির হোসেন, সহ-সভাপতি- মোঃ নুর করিম, সহ-সভাপতি- মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি- মোঃ হুমায়ুন কবির, সহ-সভাপতি- মোঃ রানা হাওলাদার, সিনিয়র সহ সভাপতি- মোঃ নুরুল ইসলাম নুরু, উপদেষ্টা- জনাব আবুল কাশেম, উপদেষ্টা- আমিনুল ইসলাম, উপদেষ্টা- আলাউদ্দিন । যুগ্ম সাধারণ সম্পাদক-