আসলাম ইকবালঃ‘ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা’ ফোবানা হচ্ছে উত্তর আমেরিকার সবচেয়ে বৃহত্তর বাংলাদেশী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, যার সাথে সংযুক্ত আছে যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থিত বিভিন্ন বাংলাদেশী সংগঠন। ফোবানার মুল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও ভাষাকে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশীদের অংশ গ্রহনে উজ্জীবিত রাখা এবং নতুন প্রজন্মের কাছে এর প্রচার ও প্রসার করা। ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান ও নির্বাহী সম্মাদক ড. রফিক খানের পক্ষ থেকে ২১ মে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে, ৩৮ তম ফোবানা সম্মেলন হবে ডেট্রয়েট (মিশিগান, টঝঅ) শহরে। আগামী ৩০, ৩১ ও ১ সেপ্টেম্বর-তিনদিনব্যাপী অনুষ্ঠিত হবে। সম্মেলনের কনভেনার হচ্ছেন সংগঠক ইঞ্জিঃ মাহফুজ চৌধুরী এবং মেম্বার সেক্রেটারী হচ্ছে খালেদ হাসান। হিল্টন গার্ডেন হোটেলটি নির্বারিত, শিল্পী, সাহিত্যিক ও আলোচকদের আমন্ত্রণ করার কাজ করছেন। ডেট্রয়েটে (মিশিগান) অনুষ্ঠিতব্য এই সম্মেলনটি হবে ফোবানার মুল ৩৮ ফোবানা সম্মেলন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারপার্সন ও আউটস্ট্যাডিং মেম্বার জাকারিয়া চৌধুরী, বদরুল ইসলাম বাবলা, প্রাক্তন চেয়ারপার্সন ও আউটস্ট্যান্ডিং মেম্বার, চ্যানেল আইয়ের সাংবাদিক সংগঠনক রাজু আলিম, সাংবাদিক সংগঠক রিমন মাহফুজ ও উপস্থাপিকা ড. সুর্বনা নওয়াদীর। নতুন প্রজন্মের কাছে ফোবানার ইয়ুথ ক্লাবের মাধ্যমে বাংলাদেশের বাংলা ভাষা, সংস্কৃতি, উচ্চ শিক্ষার ব্যাপারে প্রেরণা দেওয়া। প্রতিবছর বাংলাদেশ ও উত্তর আমেরকির বেশ কয়েকটি স্কলারশিপ প্রদান করে থাকে। সম্মেলনে বিশেষ সেমিনার ও আলোচনা সভা, বাংলাদেশ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের ইতহিাস। তুলে ধরা হবে স্মার্ট বাংলাদেশ নির্মানে প্রবাসীদের অংশগ্রহনে আলোচনা। এতে শিক্ষাবিদ, সাংবাদিক, লেখক ও গবেষনা শিল্পীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। বাংলাদেশের দুতাবাসের নেতৃবৃন্দ, ইউএসএ ও কানাডার মেম্বার অব কর্মাস এর নেতৃবৃন্দের অংশগ্রহনে বিশেষ সামিটএবং এইটাই ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধের পক্ষের মুল ফোবানা বলে জানান আায়োজকরা। ছবিঃ মোস্তাফিজ মিন্টু।