শিবুকান্তি দাশঃ আগামী ৩০ জানুয়ারি,শুক্রবার দিনব্যাপী চট্টগ্রাম চান্দগাঁওয়ের মোহরাস্থ নিশি দাশের বাড়ি অঙ্গণে দিনব্যাপী শ্রী শ্রী গীতা হোমযজ্ঞ ও দেশের শান্তি ও কল্যাণ কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হবে।
শুক্রবার ব্রাহ্মমুহ‚র্তে শুরু হবে এ হোমযজ্ঞ। এতে পুরোহিত্য করবেন চন্দনাইশ দোহাজারি কেন্দ্রীয় তপোবন আশ্রমের প্রধান অধ্যক্ষ শ্রী শ্রী যোগী শ্রীমৎ স্বামী প্রোঞ্জলানন্দ পুরী মহারাজ। দুপুর ১ ঘটিকায় দীক্ষা দান,উপাসনা ও আনন্দবাজারে ভক্তগনের মহাপ্রসাদ আস্বাদন। ।
পুরো আয়োজন প্রয়াত অরুণ কুমার দাশ ও তৎপুত্র অকাল প্রয়াত সুমন দাশের স্মৃতির স্মরণে। এতে সকল ভক্তবৃন্দকে যথাসময়ে অংশ নিতে স্বনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন ভক্তপ্রভর মীনা দাশ।

