ADVERTISEMENT
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result
ADVERTISEMENT

পাহাড়ি ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ৮ম কাউন্সিল সম্পন্ন;

admin by admin
January 16, 2026
in অন্যান্য
0
পাহাড়ি ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ৮ম কাউন্সিল সম্পন্ন;
ADVERTISEMENT

RelatedPosts

ভালোবাসার সংসার গড়ার ইসলামী পথ

জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা (ইপিএসএমপি) ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিনিধি : সভাপতি উজানী চাকমা ও সাধারণ সম্পাদক শামীন ত্রিপুরা নির্বাচিত

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ৮ম কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে উজানী চাকমা সভাপতি,শামীন ত্রিপুরা(পুণরায় নির্বাচিত) সাধারণ সম্পাদক ও মিশুক চাকমা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ ১৬ জানুয়ারি ২০২৬ রোজ শুক্রবার সকাল ০৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া হল রুমে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

‘পার্বত্য চট্টগ্রামের ন্যায্য দাাবি পূর্ণস্বায়ত্তশাসন মেনে নাও’ এই দাবিকে সামনে রেখে এবং ‘বুদ্ধিবৃত্তিক জ্ঞান অর্জন ও উৎকর্ষ চেতনায় উজ্জীবিত হয়ে শাসকশ্রেণির জাত ধ্বংসের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে গিয়ে আসুন, জাতীয় অস্তিত্ব রক্ষার্থে আপসহীন সংগ্রামে শামিল হই!’ এই আহ্বানে পাহাড়ি ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সমু চাকমা কাউন্সিলে সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক শামীন ত্রিপুরা সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন পিসিপি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক রিসার্চ চাকমা, পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শুভাশীষ চাকমা এবং কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক রুপসী চাকমা। কাউন্সিল অধিবেশনের শুরুতে অধিকার আদায়ের পার্বত্য চট্টগ্রামসহ দেশে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণ ও সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শুরু হয় কাউন্সিলের মূল পর্ব।

ADVERTISEMENT

স্বাগত বক্তব্যে ছাত্রনেতা রিসার্চ চাকমা বলেন, ‘লংগদু গণহত্যার অগ্নিগর্ভ থেকে জন্ম নেয়া পিসিপি’র পথচলা কখনোই সুখকর ছিলোনা। বহু চড়াই উতরাই পেরিয়ে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা অধিকার আদায়ের পাশাপাশি জাতীয় অস্তিত্ব রক্ষার্থে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই আপসহীন, অকুতোভয় দুর্বার পথ চলা বাধাগ্রস্থ করতে শাসকগোষ্ঠী বিভিন্ন প্রলোভন ও সুযোগ সুবিধা দিয়ে ছাত্র সমাজের অগ্রযাত্রাকে ব্যাঘাত করার অপচেষ্টা চালিয়েছে এবং এখনও অব্যাহত রেখেছে। সমস্ত প্রলোভন পিছনে রেখে ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে ছাত্র সমাজকে যুক্ত হওয়ার আহ্বান জানাই।’

পিসিপি’র সাংস্কৃতিক সম্পাদক রুপসী চাকমা তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করলে বুঝা যায় নারীদের নেতৃত্বে আসাটা কতোটা কঠিন। তারপরেও জাতির এই ক্রান্তিলগ্নে এইসব বাধা আমাদের আটকাতে পারেনি। আমরা কল্পনা চাকমার উত্তরসূরী হিসেবে তাঁর রেখে যাওয়া আদর্শকে ধারণ করে তাঁর যে স্বপ্ন ছিল পূর্ণস্বায়ত্তশাসন, সেটা অর্জনে আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশের মানুষ ভোটের নির্বাচনে মাতোয়ারা। আমাদের জুম্মরাও এই স্রোতে গা ভাসাচ্ছে। এই সুযোগে শাসকশ্রেণি ঠিকই তার কাজটি করে যাচ্ছে। গত ১৪ জানুয়ারি ২০২৬ খাগড়াছড়ির ইটছড়িতে জমি বিরোধের জেরে ০৫ জন পাহাড়িকে সেটলার বাঙ্গালি কর্তৃক কোপানোর ঘটনাও এর ব্যতিক্রম নয়। কাজেই, সদা সজাগ থেকে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অধিকার আদায়ের জন্য ছাত্র-যুব-নারী সমাজকে এগিয়ে আসতে হবে। ’

পিসিপি’র সাধারণ সম্পাদক শুভাশীষ চাকমা বলেন, ‘শিক্ষার মূল উদ্দেশ্য হলো বিকশিত হওয়া। ছাত্র সমাজও নানাভাবে বিকশিত হচ্ছে। কিন্তু আমি মনে করি একজন ছাত্রের বিকশিত হওয়ার মূল শর্ত হওয়া উচিৎ রাজনৈতিক সচেতনতার পরিপক্কতা। কারন, সবকিছু নিয়ন্ত্রণ করছে রাজনীতি। অনেকেই রাজনীতি থেকে দূরে থাকে, রাজনীতিকে ঘৃণা করে। অথচ এইসব কিছুর প্রভাব যে রাজনীতি, সেটা আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি না থাকার কারনে বুঝতে পারিনা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাস্পাসের মতন মনোরম পরিবেশে শিক্ষা অর্জনে যাঁরা সুযোগ পাচ্ছে, পিসিপি’র প্রত্যাশা থাকবে জুম্মদের অধিকার আদায়ের জন্য সকলেই রাজনৈতিক সচেতনতাবোধ জাগ্রত করে। যে প্রত্যাশা এবং আকাঙ্খা নিয়ে পিসিপি জন্মলাভ করেছিল সেটা অর্জন করার জন্য ছাত্রসমাজকে সকল ধরনের সীমাবদ্ধতা ও সংকীর্ণতার শৃঙ্খল ভেঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পার্বত্য চট্টগ্রামে আমাদের আগামীর ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ হবে বর্তমানে অধিকার আদায়ে আমরা কে কেমন ভূমিকা পালন করছি।

সত্তর দশকে উদ্দাম, সাহসিকতা ও ত্যাগের মহিমায় যাঁরা স্বায়ত্তশাসনের দাবিকে সামনে রেখে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিল, শেষটা এমন আপসকামীতার মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে তা জুম্ম জনগণ কল্পনাও করতে পারেনি। আমাদের কাঙ্খিত অধিকার অর্জিত হলে আমাদের আর সংগ্রাম করা লাগত না। যার কারনে তাঁরা আজকে প্রতিটি পদে পদে জুম্ম জনগণ ও ছাত্র সমাজের নিকট জবাবদিহিতার সম্মুখীন হচ্ছে। সুতরাং, বর্তমান ছাত্র সমাজও যদি এই দায়িত্ব কাঁধে তুলে না নেয়, তাহলে পরবর্তী প্রজন্মের নিকট আমরাও দায়বদ্ধ থাকব। কাজেই আমাদের জাতীয় অস্তিত্ব রক্ষার্থে সঠিক লাইনের রাজনীতি ধারার সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া বিকল্প নেই। আমরা সংখ্যায় হয়ত কম হতে পারি, কিন্তু অধিকার অর্জনের জন্য এ সংখাটা কোনভাবেই নগণ্য নয়। পরিমাণগত মানের চাইতে গুণগত মান বৃদ্ধির জন্য বুদ্ধিবৃত্তিক চর্চার প্রতি গুরুত্ব দিতে হবে। সমষ্টিগত স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তবেই মুক্তি আসবে।’

তিনি আরো বলেন,‘পার্বত্য চট্টগ্রামের জনগন অনেক দলকে রাষ্ট্রক্ষমতায় দেখেছে। কিন্তু যেই দলই ক্ষমতায় বসেছে, পার্বত্য চট্টগ্রামে জুম্মদের অধিকার প্রদানের প্রসঙ্গে একই পলিসি অনুসরণ ও বাস্তবায়ন করেছে। জুম্মদের ভাগ্য বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। গত চব্বিশের জুলাই আন্দোলনের পর কিছুটা প্রত্যাশার সঞ্চার হলেও দিনশেষে কেউই উগ্র বাঙ্গালি জাতীয়তাবাদের খোলস থেকে বের হতে পারেনি।’

সভাপতি সমু চাকমা তাঁর সমাপনী বক্তব্যে বলেন, ‘গৌরবোজ্জ্বল সংগ্রাম ও ইতিহাসে ভরপুর পিসিপি’র মতন সংগঠনে যুক্ত হয়ে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মত বিদ্যাপীঠে সংগঠনের নেতৃত্ব দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। শুরুটা অবশ্যই মোটেই সুখকর ছিলোনা। নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এখানে সক্রিয় ছিল। ক্যাম্পাসে এসে যা দেখলাম এবং যা বুঝলাম, এখানে এমন একটি সংগঠন দাঁড় করানো দরকার, যে সংগঠন পার্বত্য চট্টগ্রামের জুম্মদের ওপর চালানো নিপীড়ন-নির্যাতনের স্পষ্ট চিত্র তুলে ধরতে পারবে। সেই প্রত্যাশা ও আকাঙ্খা থেকে আমাদের নতুন করে পথ চলা শুরু হয়েছিল। নতুন কমিটিতে যাঁরা দায়িত্ব নিবে তাঁরা বিগত সময়ের ন্যায় আগামীতেও জাতীয় মুক্তির আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

সভাপতি সমু চাকমা কাউন্সিলের ১ম অধিবেশন সমাপ্ত করেন এবং ২য় অধিবেশনের শুরুতে ৭ম কমিটি বিলুপ্ত করে নবগঠিত কমিটি প্রস্তাব করেন। প্রস্তাবিত কমিটি উপস্থিত প্রতিনিধিবৃন্দ সকলে জোড় করতালির মাধ্যমে পাশ করেন। এতে নতুন কমিটির সভাপতি উজানী চাকমা, সাধারণ সম্পাদক শামীন ত্রিপুরা (পুণরায়) এবং মিশুক চাকমা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শুভাশীষ চাকমা। শপথ গ্রহণ শেষে নতুন কমিটির নেতৃবৃন্দ বিদায়ী কমিটির সভাপতি সমু চাকমা’কে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান এবং নতুন কমিটি’র নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানান পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Previous Post

মহেশখালীতে আইএসডিই এর উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের ওরিয়েন্টেশন সম্পন্ন

Next Post

‘আমিরের অপমান’ ও আসন ভাগাভাগিই মূল কারণ জামায়াত জোট ছাড়ল ইসলামী আন্দোলন

Next Post
‘আমিরের অপমান’ ও আসন ভাগাভাগিই মূল কারণ জামায়াত জোট ছাড়ল ইসলামী আন্দোলন

‘আমিরের অপমান’ ও আসন ভাগাভাগিই মূল কারণ জামায়াত জোট ছাড়ল ইসলামী আন্দোলন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.