নিজিস্ব প্রতিনিধিঃ ঐক্য, জ্ঞানার্জন ও সমৃদ্ধির অঙ্গীকার নিয়ে অনলাইন অনলাইন জার্নালিস্ট ইউনিটি (ওজেইউ) Online Journalist Unity (OJU)এর “মিলন মেলা-২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় রাজধানীর মেট্রো লাউন্সে এ মিলনমেলার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অনলাইন জার্নালিটি ইউনিটের প্রধান উপদেষ্টা দৈনিক স্বদেশ বিচিত্রা আর সম্পাদক কবি অশোক ধর, কবি, সাহিত্যিক ও প্রাবন্ধ নাজনীন সুলতানা স্বপ্না।সার্বিক সহযোগীতায় রাসেল আহেম্মেদ।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ অনলাইন সাংবাদিকতার মানোন্নয়ন, নৈতিকতা ও পেশাগত অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। ওজেইউ বিশ্বাস করে, শক্তিশালী নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই লক্ষ্যে সংগঠনটি অনলাইন সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, স্বাধীন ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করার অঙ্গীকারবদ্ধ ।

মিলনমেলায় উদ্বোধনী বক্তব্যে সংগঠনের সভাপতি-গৌতম কুমার এদবর অনলাইন সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “নৈতিকতা ও সততার ভিত্তিতে কাজ করলেই অনলাইন সাংবাদিকতা সমাজে বিশ্বাসযোগ্যতা অর্জন করবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি শাহাদাত হোসেন বাবুল, এস এম রানা, ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক ডিএম শহিদুজ্জামান, যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ প্রিয়ন্ত মন্ডল, সহ-কোষাধ্যক্ষ মোঃ মোহন আলী, দপ্তর সম্পাদক হৃদয় চৌধুরী মামুন, প্রচার সম্পাদক রোজিনা আক্তার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ফাতেমা নাসরিন, সমাজকল্যাণ সম্পাদক মল্লিক জামান, আইন সম্পাদক নাসরিন আক্তার, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক সুজন ভেন্ডি, আন্তর্জাতিক সম্পাদক আজাদুর রহমান বশির, ডিজিটাল মিডিয়া সম্পাদক নজরুল ইসলাম এরশাদ, আন্তঃসংগঠন সমন্বয়ক নাসির উদ্দিন চুন্নু এবং প্রকাশনা সম্পাদক মাহবুবুর আলম।কার্যনির্বাহী সদস্য হুমায়ুন মুজিব, সাবিনা ইয়াসমিন, পারুল আক্তার, নাজমা আক্তার পায়েল, আবু তাহের রাজু, হিরণ কুমার শিকদার ও আসমা আক্তার শিলা।
বক্তারা সংগঠনের উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং অনলাইন সাংবাদিকদের জন্য আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে তথ্যের স্বাধীনতা, মুক্ত মতপ্রকাশ এবং নৈতিক সাংবাদিকতার মান রক্ষায় ওজেইউর ভূমিকা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আপ্যায়নের মধ্য দিয়ে মিলনমেলার সমাপ্তি ঘটে।

