নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন আপসহীন জাতীয় নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ৮০-৯০ দশকের সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ বজলুর রহমান বাবলু।
৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে সর্বদা ছিলেন আপসহীন। ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সকল লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রামের স্মৃতি জাতি চিরদিন মনে রাখবে। দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশের শ্রমিক সমাজের ভাগ্যোন্নয়নে তাঁর অসামান অবদান আমরা কখনোই ভুলবো না। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন আপসহীন অভিভাবক হারালো। আমি তাঁর রুহের মাগফেরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’
এ সময় মোহাম্মদ বজলুর রহমান বাবলু তার নেতৃত্বাধীন ও সম্পৃক্ত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক জানান। সংগঠনগুলো হলো- বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতি, বাংলাদেশ অটোমেটিক ও চাতাল কল শ্রমিক-কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ লোড-আনলোড শ্রমিক-কর্মচারী ফেডারেশন, ভোরের আলা সংঘ, বাংলাদেশ ইউটিউব গ্রুপ এসোসিয়েশন।

