নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক শোক বিবৃতিতে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
শোক বিবৃতিতে নেতৃদ্বয় উল্লেখ করেন দীর্ঘ কারাবাস, অত্যাচার-নিপীড়ন এবং সর্বশেষ নানা জটিল শারিরীক রোগভোগের মধ্যে আজ ৩০ ডিসেম্বর ২০২৫ ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নৌযান শ্রমিকদের পক্ষে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন গভীর শোক প্রকাশ ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন একই সাথে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও দলের নেতা-কর্মী-সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

