প্রিয়ন্ত মন্ডল : পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান সম্প্রতি হার্ট এটাক করে সাভারের এনাম মেডিকেলে চিকিৎসা নেন। অতি শীঘ্রই তার অপারেশন প্রয়োজন। তিনি সকলের দোয়া কামনা করেন।
১৯৭৫ পরবর্তী সময়ে কর্মের তাগিদে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার স্বাস্থ্য বিভাগে যোগ দিয়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল নাগরিকদের সাংবিধানিক অধিকার আদায়ের জন্য আন্দোলন-সংগ্রামে জড়িয়ে পড়েন। গড়ে তোলেন ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’ নামক সংগঠনটি। আন্দোলন-সংগ্রামের এক পর্যায়ে ১৯৯৭ সালে ২ ডিসেম্বর ‘পার্বত্য চুক্তি’ করা হয়। এতেও পার্বত্য চট্টগ্রামের বাঙালি সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার ক্ষুন্ন হলে ২০০৩ সালে তার নেপথ্য নেতৃত্বে গঠন করা হয় ‘পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন’ নামক আর একটি সংগঠন। তিনি এ সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের পর থেকে বিগত ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষুর কারণে ভেঙ্গে যায় সাংগঠনিক কাঠামো। এরই প্রেক্ষিতে পুনরায় উজ্জীবিত করা হয় ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’। বর্তমানে বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান এ সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বর্তমানে ঢাকা মহানগর বিএনপির শাজাহানপুর থানার ১১নং ওয়ার্ড কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
মনিরুজ্জামানের পারিবারিক সূত্র জনিয়েছে, গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ঢাকায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার হার্ট এটাকের কথা জানান। চিকিৎসকরা তাকে পেইজ মেকার বসাতে পরামর্শ দিয়েছেন। এনাম মেডিকেল থেকে এসে তিনি বর্তমানে খিলগাঁও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার চিকিৎসা নিচ্ছেন।

