প্রিয়ন্ত মন্ডল : আজ ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, বেলা ১১টায় ‘শ্রমিক অধিকার জাতীয় এডভোকেসি এলায়েন্স’-এর পক্ষ থেকে ‘শ্রমিকের মর্যাদা, অধিকার ও সুরক্ষার মাধ্যমে সামাজিক ন্যায়বিচার নিশ্চিতের উদ্দেশ্যে শ্রমিক ইশতেহার’ শীর্ষক ১৫ দফা সুপারিশমালা বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র কাছে হস্তান্তরের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে ‘শ্রমিক ইশতেহার’ হস্তান্তরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬-এ রাজনৈতিক দল ও নাগরিক সমাজের কাছে শ্রমজীবী মানুষের প্রত্যাশা বিষয়ক এই ‘শ্রমিক ইশতেহার’ পর্যায়ক্রমে নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করা হবে।
আজ বিএনপি’র গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নিকট ‘শ্রমিক ইশতেহার’ হস্তান্তর করেন এলায়েন্সের আহ্বায়ক জনাব নজরুল ইসলাম খান (মহাসচিব, বিল্স), জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জনাব মেসবাহউদ্দীন আহমেদ (সভাপতি, জাতীয় শ্রমিক জোট) এবং সদস্য সচিব জনাব সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ (নির্বাহী পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ- বিলস এবং প্রধান, শ্রম সংস্কার কমিশন- ২০২৪)সহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রমিক ইশতেহার হস্তান্তর সভায় বাংলাদেশের জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনসমূহের নেতৃবৃন্দ ও শ্রমিক নিরাপত্তা ফোরাম (এসএনএফ)ভুক্ত শ্রমিক অধিকার সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬-এ রাজনৈতিক দল ও নাগরিক সমাজের কাছে শ্রমজীবী মানুষের প্রত্যাশা বিষয়ক এই ‘শ্রমিক ইশতেহার’-এর সুপারিশমালা বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। বিএনপি মহাসচিব শ্রমিক ইশতেহার প্রণয়নের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং এসব সুপারিশ পর্যালোচনাপূর্বক দলীয় নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার বিষয়ে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। পাশাপাশি, তিনি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় শ্রমিকদের সংগঠিত হওয়া এবং শ্রমিক সংগঠনসমূহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শ্রমিক ইশতেহার হস্তান্তর সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল-এর সভাপতি জনাব আনোয়ার হোসাইন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র-এর যুগ্ম সম্পাদক জনাব আবুল কালাম আজাদ, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট-এর সাধারণ সম্পাদক জনাব বাদল খান, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন-এর সাধারণ সম্পাদক জনাব এএএম ফয়েজ হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট-এর সভাপতি জনাব রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ-এর সভাপতি জনাব সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ লেবার ফেডারেশন-এর সাধারণ সম্পাদক জনাব সাকিল আখতার চৌধুরী, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশন-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল্লাহ বাদল, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস-এর সাধারণ সম্পাদক জনাব এ আর চৌধুরী রিপন, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশন-এর সভাপতি জনাব শামীম আরা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট-এর সাধারণ সম্পাদক জনাব আহসান হাবীব বুলবুল, শ্রমিক নিরাপত্তা ফোরাম এর ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সেফটি এন্ড রাইটস সোসাইটি’র নির্বাহী পরিচালক জনাব সেকেন্দার আলী মিনা, বিলস এর পরিচালক জনাব কোহিনূর মাহমুদ এবং বিলস-এর এডভোকেসি বিভাগের উপ-পরিচালক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম।

