প্রিয়ন্ত মন্ডল : ২৪-এর জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক শহিদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘাতকদের বিচারের দাবিতে শান্তিপূর্ণ ভাবে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি’র সকল নেতাকর্মীদের আহবান জানিয়েছেন এনসিবি’র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর।
তিনি বলেন, এনসিবি’র নেতাকর্মীসহ সারাদেশের ফ্যাসিবাদ বিরোধী ও গণতন্ত্রকামী জনগন আজ ভীষণ ব্যাথিত ও সংক্ষুব্ধ। তাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে দ্রুত বিচারের আওতায় এনে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রশাসনের দায়িত্ব ও গোয়েন্দা বিভাগের ব্যর্থতার তীব্র নিন্দা জানিয়েছেন।
ওসমান হাদী’র মৃত্যুতে শোক প্রকাশের প্রতিক্রিয়া হিসাবে বিভিন্ন গণমাধ্যম, সাংবাদিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলাকে অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য বলেও বিবৃতিতে উল্লেখ করেন এনসিবি’র চেয়ারম্যান। তিনি সকলকে সতর্কতার সাথে দেশবিরোধী শক্তির ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান।

